By Election: বাংলায় দ্রুত উপনির্বাচনের দাবিতে বৃহস্পতিবার কমিশনে যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধিদল

0
68

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বাংলায় সাতটি বিধানসভা কেন্দ্রে দ্রুত উপনির্বাচনের দাবিতে তৃণমূল কংগ্রেসের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে দেখা করতে যাচ্ছেন। রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়েছে যে করোনার প্রকোপ বেশ কিছুটা কমেছে এখন, সেক্ষেত্রে নির্বাচনী প্রচারের সময় ১ সপ্তাহ রেখে এই সাতটি কেন্দ্রে উপনির্বাচন করাতে কোন সমস্যা হওয়ার কথা নয়।

TMC to ECI

তৃণমূল কংগ্রেসের এক সাংসদের কথায়, “দলের লোকসভা ও রাজ্যসভার প্রবীণ নেতারা ও দলের মুখ্য সচেতক বৃহস্পতিবার নির্বাচন কমিশনে যাচ্ছেন। আমাদের একমাত্র দাবি বিধানসভা উপনির্বাচনের জন্য আর দেরি করা উচিত হবে না। রাজ্যে করোনা বিধি মেনে উপনির্বাচন পরিচালনা করার অনুকূল পরিস্থিতি রয়েছে।”

ভবানীপুর কেন্দ্র থেকে ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি ইস্তফা দেন, ওই কেন্দ্র থেকেই প্রার্থী হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনহাটা ও শান্তিপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ও সুভাষ সরকার। তাঁরা সংসদ পদে থাকতে চেয়ে ইস্তফা দেন বিধায়ক পদ থেকে। এই দুই কেন্দ্রেও উপনির্বাচন প্রয়োজন।

আরও পড়ুনঃ লক্ষ্য ২২-এর বিধানসভা নাকি ২৪-এর লোকসভা! এবার রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠকে পিকে

গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর ও খড়দার বিধায়ক কাজল সিনহা মারা যাওয়ায় ওই দুটি কেন্দ্রও বিধায়ক শূন্য এখন। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ও জঙ্গিপুর কেন্দ্রে নির্বাচনের আগেই প্রার্থীদের মৃত্যু হয় ফলে স্থগিত রাখা হয় ওই দুই কেন্দ্রের নির্বাচন। এছাড়া, বাংলার দুটি রাজ্যসভা আসনেও নির্বাচন প্রয়োজন। নির্বাচন কমিশনকে সেকথা জানিয়েওছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ মামলাকারীরা

ইতিমধ্যে বিধায়ক না হওয়ার কারণে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিরথ সিং রাওয়াত। সেই উদাহরণ বিজেপি টানতে চাইছে বাংলার ক্ষেত্রেও এমনটাই ধারণা তৃণমূলের। কিন্তু তৃণমূলের এক প্রবীণ নেতা জানান, দুই রাজ্যের পরিস্থিতি একেবারে ভিন্ন। উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন আসন্ন। নিয়ম অনুসারে সেখানে উপনির্বাচন সম্ভব নয়, কিন্তু বাংলায় সদ্য সম্পন্ন হয়েছে বিধানসভা নির্বাচন। নতুন বিধানসভা গঠন হয়েছে। উত্তরাখণ্ডের উদাহরণ বাংলার ক্ষেত্রে খাটেনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here