বিজেপির রথযাত্রার পাল্টা তৃণমূলের শুদ্ধিকরণ কর্মসূচি ফাঁসিদেওয়ায়

0
57

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

সোমবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর হাইস্কুল মাঠ থেকে বিজেপির পরিবর্তন যাত্রার রথ বের হয়। সেই সভাস্থলে ঢাক ঢোল পিটিয়ে পুরোহিতকে নিয়ে গোটা মাঠ চত্বর শুদ্ধিকরণ করল ফাঁসিদেওয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেস।

tmc members | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন এই শুদ্ধিকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাঁসিদেওয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল ঘোষ,দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক অশোক বিশ্বাস,ফাঁসিদেওয়া ব্লক ২ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সীতম পাল সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

tmc program | newsfront.co
নিজস্ব চিত্র

এই বিষয়ে ফাঁসিদেওয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “শুনতে পাচ্ছি রথযাত্রা, ভেবেছিলাম ভগবান স্বয়ং ওই রথে আসবেন। কিন্তু সেই রথতো দেখলাম না তবে কিছু খলনায়ক এবং গুজরাটি ভাইদের ছবি দেখলাম। এর পাশাপাশি কিছু মিরজাফরদের ছবিও দেখলাম।

আরও পড়ুনঃ মেদিনীপুর জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার দাবিতে বিজেপির ডেপুটেশন

একটা বাসের মধ্যে রথ বানিয়ে নিয়ে আসা হয়েছে বলল। এবং তার মধ্যে দেখলাম বাথরুমও আছে। আমাদের এই পবিত্র বিধাননগরে শান্তি ভাবে আমরা বসবাস করছি। তা অশুদ্ধ করে দিয়ে গেল। তাই আমরা পুরোহিতের দ্বারা পুজো করে গঙ্গাজল ছিটিয়ে গোটা বিধাননগরকে শুদ্ধিকরণ করলাম।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here