নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গোয়ায় হিন্দু ভোটে ভাগ বসাতে চাইছে তৃণমূল- উত্তরপ্রদেশের কানপুরে ভোট প্রচারে গিয়ে এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে নির্বাচন কমিশনেরও দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তবে ধর্মের ভিত্তিতে ভোট ভাগ হচ্ছে এমন অভিযোগের ক্ষেত্রে নির্বাচন কমিশনের কি করণীয় সে প্রশ্ন তুলছেন অনেকেই।
কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বর্তমানে গোয়ায় দলের দায়িত্বপ্রাপ্ত নেত্রী। সম্প্রতি এক সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে মহুয়া বলেন, ‘‘সুধীন ধাবলীকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে তৃণমূলের জোটের ফলে গোয়ার উপূকল এলাকায় হিন্দুদের একজোট হওয়া আটকাবে।” মহুয়া ঐ সাক্ষাৎকারে আরও বলেন, “উত্তর গোয়ায় ১৩/১৪ টি আসনে সরাসরি বিজেপির সঙ্গেই লড়াই, ঐ আসনগুলিতে কংগ্রেসের কোন ভোট নেই।“
আরও পড়ুনঃ ভোট পেতে গেলে পাশ করতে হবে ‘প্রবেশিকা পরীক্ষা’তে, নজিরবিহীন ঘটনা উড়িষ্যার সুন্দরগড়ে
মোদীর ভাষণে যদিও সরাসরি এই প্রসঙ্গের উল্লেখ না থাকলেও তৃণমূলের বিরুদ্ধে হিন্দু ভোট ভাগের অভিযোগ তুলেছেন তিনি। উল্লেখ্য, ২০১৭ সালে এই গোমন্তক পার্টির সঙ্গে ভোট পরবর্তী জোট করেই গোয়ায় বিজেপি ক্ষমতায় আসে। এবারে গোয়ায় ভোটের ঠিক আগে আগেই গোমন্তক পার্টির সঙ্গে জোট হয় তৃণমূলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584