২১-এর সভায় তৃণমূল ফ্লপ হবে মত দিলীপের

0
69

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

dilip ghosh | newsfront.co
নিজস্ব চিত্র

কলকাতায় আন্দোলন রত শিক্ষকদের আন্দোলনের স্বপক্ষে রাজ্য সরকারকে বিঁধলেন দিলীপ ঘোষ। রাজ্য সরকারি কর্মচারীরা কুকুর ছাগল নাকি।কেন্দ্রের টাকা রাজ্যে কাটমানি হয়ে চলে যাচ্ছে,কেন্দ্রের টাকা সব লুট হয়ে যাচ্ছে, সপ্তম পে কমিশন কেন রাজ্যে চালু হচ্ছে না,এখনও পর্যন্ত পঞ্চম পে কমিশনে চলছে রাজ্য,
শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ধাদিকা স্কুল মাঠে আদিবাসীদের সভায় যোগ দিতে এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে একথাগুলি বলেন তিনি।

dilip ghosh | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি আরও বলেন, রাজ্য সরকারি কর্মচারীরা সঠিক ডিএ পাচ্ছে না তাই তারা রাজ্য সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে। শিক্ষকরা চাইলে তিনি কেন্দ্রে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবেন,উল্লেখ্য গত বৃহস্পতিবার ধাদিকা মাঠে সভা করতে ছিলেন শুভেন্দু অধিকারী এবং সেই সভা থেকেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি তিনি বলেছিলেন আমি নন্দীগ্রামের স্পেশাল ডক্টরেট পাশ করে আছি অতএব আমি জানি কোন প্রেসক্রিপশন কখন প্রয়োগ করা উচিত সেই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, আমরা অলরেডি প্রেসক্রিপশন চালু করে দিয়েছি।

আরও পড়ুনঃ বাঁকুড়ায় বিজেপির বিজয় সমাবেশ

ভাবতে ভাবতে মাত হয়ে গেছেন যার সময় হয়ে গেছে দে কালকেই সমস্ত বুঝতে পারবেন অর্থাৎ কলকাতার ধর্মতলায় ২১ জুলাইয়ের যে শহিদ সভা হবে তাতে যে তৃণমূল ফ্লপ হয়ে যাবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here