নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় রান্না করে প্রতীকী বিক্ষোভ দেখাল বালুরঘাট শহর তৃণমূল মহিলা কংগ্রেস।রবিবার বালুরঘাট শহরের থানা মোড়ে তৃণমূলের মহিলা সদস্যরা জড়ো হয়ে কেন্দ্রের এই পেট্রোপণ্যের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখায়।
পাশাপাশি রান্নার গ্যাসের দাম দিন কে দিন বাড়িয়ে চলার প্রতিবাদে বিক্ষোভস্থলে গ্যাসের সিলিন্ডার উলটো মুখ করে ও উনুন জ্বালিয়ে প্রকাশ্যে রান্না চড়িয়ে প্রতীকী প্রতিবাদে সোচ্চার হন দলীয় কর্মীরা।দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী কেন্দ্রের বিজেপি সরকারের পেট্রোপণ্যের লাগাম ছাড়া দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, কথায় আছে পেটে খেলে পিঠে সয়।
আরও পড়ুনঃ দেবী দুর্গাকে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে বহরমপুরে মোমবাতি মিছিল তৃণমূলের
করোনা কালে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাবে সব দিক বজায় রেখে উদার হস্তে মানুষের পাশে দাঁড়িয়েছেন সেদিক দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার নিত্যদিনের প্রয়োজনীয় জিনিষের অস্বাভাবিক দাম বৃদ্ধির পাশাপাশি পেট্রোল, ডিজেল,কেরোসিন সহ রান্নার গ্যাসের দাম দিন কে দিন বাড়িয়ে চলেছে।
যা মানুষকে তাদের পরিবার পরিজনকে দুমুঠো খাবার যোগানোর ব্যাপারে ঘোর অনিয়শ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। সেদিকে লক্ষ রেখেই অবিলম্বে পেট্রোপণ্য সহ নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম কমানোর দাবিতে তারা রাস্তার উপর উনুন জ্বালিয়ে রান্না করে প্রতীকী বিক্ষোভ দেখাতে বাধ্য হচ্ছেন বলে তিনি দাবি করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584