নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বিজেপি করার অপরাধে তৃণমূলের মিছিল থেকে আক্রমণ করা হয় বিজেপি কর্মীর ওপর। তৃণমূল কর্মীদের হাতে মার খেয়ে গুরুতর আহত হয়েছেন বিজেপি কর্মী, এমনটাই অভিযোগ ওই বিজেপি কর্মীর পরিবারের।
বাবার সামনে ছেলেকে মারতে দেখে বৃদ্ধবাবা প্রতিবাদ করতে গেলে তাকেও ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। চোখের সামনে ছেলেকে বেধড়ক মারধর সহ্য করতে না পেরে ছেলেকে বাঁচানোর চিৎকার করতে গিয়ে হৃদ রোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু হয় বলে অভিযোগ।
এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে ওই মৃত বাবার নাম অমূল্য মাইতি, বয়স আনুমানিক ৮৫ বছর, ছেলে তথা বিজেপি কর্মী শঙ্কর মণ্ডল গুরুতর আহত। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নম্বর ব্লকের গোকুলপুর অঞ্চলে।
আরও পড়ুনঃ কোচবিহারে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল, আহত ২
গতকাল বিকেলে ওই অঞ্চলে একটি মিছিল হয় তৃণমূলের। সেই মিছিল থেকে আক্রমণের অভিযোগ বিজেপির। তৃণমূল এই সব অভিযোগ অস্বীকার করেছে।
এই ঘটনায় এলাকার বিজেপি কর্মীরা অভিযুক্ত তৃণমূল কর্মীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে, জানা গিয়েছে এই ঘটনার সঙ্গে সঞ্জক থাকার সন্দেহে পটাশপুর থানার পুলিশ একজনকে আটক করেছে। ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584