হরষিত সিংহ,মালদহঃ
পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে ভোট প্রচার করায় এক তৃণমূল কর্মীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে মালদহের ভূতনি থানার উত্তর চন্ডিপুর পঞ্চায়েতের গঙ্গাধর টোলা গ্রামে।বর্তমানে ওই তৃণমূল কর্মী মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।ঘটনায় ভূতনি থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে,আহত ওই তৃণমূল কর্মীর নাম সুদাম মণ্ডল।পেশায় মুদিখানা ব্যবসায়ী। জানা গিয়েছে শনিবার রাত্রে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় মাঝপথে এলাকার বিজেপির দুষ্কৃতি অভিযুক্ত মনোজ মন্ডল ও পরমেশ্বর মন্ডল সুদাম মণ্ডল পথ আটকায়।অভিযোগ পথ আটকে তাকে ইঁট ও বাঁশ দিয়ে ব্যাপক মারধর করে।
গুরুতর জখম অবস্থায় তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।তৃণমূল কর্মী সুদাম মণ্ডল জানান গত পঞ্চায়েত নির্বাচন অভিযুক্ত বিজেপি কর্মী মনোজ মণ্ডল তাকে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করার জন্য চাপ সৃষ্টি করে।পাশাপাশি বিজেপির হয়ে ভোট প্রচার করতে বলে। কিন্তু প্রথম থেকেই সুদাম মণ্ডল তৃণমূলের হয়ে কাজ করেন এবং সেই সময় থেকেই বিজেপির আশ্রিত গুন্ডারা তাকে মারার চক্রান্ত করে।এই ঘটনায় ওই তৃণমূল কর্মী বিজেপি কর্মীদের বিরুদ্ধে ভূতনি থানায় লিখিত অভিযোগ করেন।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুনঃ বুদবুদে যাত্রীবাহী বাস উল্টে আহত কুড়ি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584