দেব ভক্ত তৃণমূল কর্মী

0
101

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

ভোটের সময় চুড়ান্ত ব্যস্ত লক্ষীকান্ত কর্মকার। তিনি একদিকে তৃণমূল কর্মী,একদিকে পরম দেবভক্ত।তাঁর দেবভক্তির নমুনা দেখতে হলে ঘাটালে আসতে হবে।পরনে সাদা পাঞ্জাবি।এতে নীল সবুজে ফেব্রিক দিয়ে লেখা অসংখ্য ‘দেব ‘।

Tmc worker fan of dev
নিজস্ব চিত্র

সাদা পাঞ্জাবির ভেতর থেকে উড়ে যাচ্ছে পায়রা এর রং নীল।গোটা পাঞ্জাবি জুড়ে কোথাও গোল তারার মধ্যে দেব।আবার কোথাও লাভ সাইনের মধ্যে দেব। সাদা ট্রাউজার্স ,পায়ে স্নিকার্স,মাথায় সবুজ পাগড়ি এর উপর উঁকি মারছে জোড়া ফুল পাগড়ির সামনে লেখা ঘাটাল লোকসভা।ডান হাতে ধরা তৃণমূলের পতাকা,বাম হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা রয়েছে, ‘ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ( দেব ) কে জোড়াফুল চিহ্নে ভোট দিন | ‘
ঘাটাল পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কর্ণগড় এলাকায় বাড়ি তাঁর।পেশায় হাইস্কুলের প্যারা টিচার বছর ৩৬ এর লক্ষীকান্ত বিয়ে করেননি। বাড়িতে মা ,বাবা,দাদা ,বৌদিরা আছেন।
তাঁর কথায় , ‘ আমি ১৯৯৮ সাল থেকেই তৃণমূল কর্মী।বহুবার মমতা ব্যানার্জির ব্রিগ্রেড ধর্মতলায় সভায় গিয়েছি।তাই ভোট এলেই তৃণমূলের হয়ে প্রচার করি।নিজেকে পরম দেব ভক্ত বলে দাবি করে বলেন , ‘ ২০১৪ সালে দেব এই কেন্দ্রে প্রার্থী হওয়ায় খুব খুশি হয়েছি।দেবের খুব ভক্ত,তাঁর সব সিনেমা দেখেছি।উনি সাংসদ হয়ে অনেক কাজ করেছেন।ঘাটালের আরও উন্নতি করবেন।’

আরও পড়ুনঃ বামপন্থী ও মাওবাদীর থেকে অত্যাচারী দিদির সিন্ডিকেট বাহিনী বললেন নির্মলা

ভোটের সময় সকাল থেকে রাত যেখানেই দেবের সমর্থনে প্রচার চলবে বা দেব যেখানে থাকছেন ঘাটালের শিলাবতী নদীর পাশে রিভার ভিউ হোটেলের সামনেও তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।ঘুরে ঘুরে ভোটের সময় তৃণমূলের পাশাপাশি দেবের মাহাত্ম প্রচার করছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here