শ্যামল রায়,নদীয়াঃভোট গণনা শেষ হতেই বৃহস্পতিবার রাতে নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ কুমারপুর গ্রামে এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।। ওই মারাত্মকভাবে জখম তৃণমূল কর্মীর অভিযোগ যে বিজেপির লোকজনেরা এসে তাদের বাড়িতে হামলা চালায় এবং প্রতিবাদ করতে গেলে তাদের বাড়ির সকলকে ব্যাপক মারধর করা হয়েছে এবং ইট-পাটকেল ছোঁড়া হয়েছে ইটের আঘাতে তার মাথায় চরম আঘাত লেগেছে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন আহত তৃণমূল কর্মী বাবুল মিত্র।
কৃষ্ণগঞ্জ থানায় এই ধরনের ঘটনা অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছেন যে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে জেলার বিজেপি নেতাদের অভিযোগ যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ধরনের ঘটনা ঘটেছে এই ঘটনার পিছনে আমাদের কোনো দলীয় কর্মী-সমর্থক জড়িত নয় বলে দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
ফিচার ছবি সংগৃহীত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584