মনিরুল হক, কোচবিহারঃ
বিজেপি সাংসদের কার্যালয় উদ্বোধনের আগেই তা ভাঙচুর করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার দিনহাটার ১নং ওয়ার্ডের মদনমোহন পাড়া এলাকায়। জানা গেছে, একটি বাড়ি ভাড়া নিয়ে সাংসদ নিশীথ প্রামানিকের সাংসদ কার্যালয় তৈরি করা হয়েছে।
সেই কার্যালয়ের জন্য ওই বাড়িতে বেশ কয়েকদিন ধরে রঙ করা হচ্ছে বলে জানা গিয়েছে। রঙ হয়ে গেলে তা উদ্বোধন করার কথা ছিল সাংসদ নিশীথ প্রামানিকের। বুধবার সকালে এই বাড়িতে ঢুকে তাণ্ডব চালাবার অভিযোগ উঠেছে তৃণমূলের কাউন্সিলর জয়দীপ ঘোষ ও তার দলবলের বিরুদ্ধে। ওই ভাঙচুরের ঘটনায় দিনহাটার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস ওই অভিযোগ অস্বীকার করেছে।
বিজেপির অভিযোগ, বুধবার সন্ধ্যায় সাংসদ নিশীথ প্রামানিকের একটি অফিস উদ্বোধন করার কথা ছিল। তার আগেই দিনহাটা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর জয়দীপ ঘোষের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী ওই অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের
এবিষয়ে জয়দীপ ঘোষ বলেন, “ভাঙচুরের কোন ঘটনা ঘটেনি।” তার এলাকায় পুরসভার অনুমতি ছাড়াই একজনের বাড়ি নিয়ে সেখানে দলীয় কার্যালয় করা হচ্ছে। কিন্তু ওই কার্যালয় বসতে না বসতে মদের বোতল থেকে শুরু করে নানা রকম অশ্লীল কাজকর্ম হচ্ছে বলেও তার কাছে অভিযোগ আসে। পরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়ে তারা সেখানে এসে পরিস্থিতি দেখে পুলিশকে খবর দেন।
যদিও এবিষয়ে নিশীথ প্রামানিক বলেন, ভাঙচুর হলেও নির্দিষ্ট সময়ে ওই অফিসের উদ্বোধন করা হবে। ওই অফিসে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ জানাতে পারবেন। এতেই ভয় পেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এর ফলেই অফিসে ভাঙচুর চালিয়েছে ওরা।
আরও পড়ুনঃ কথা রাখেনি মোদী-শাহ! তাই মমতা-ই আশ্রয়, সাংবাদিক সম্মেলনে জানালো গুরুং
যদিও এবিষয়ে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, ওই অফিসে কোনরকম ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে একটি জনবসতি এলাকায় অফিস খোলা নিয়ে পুরসভার কাছ থেকে কোনরকম অনুমোদন নেওয়া হয়নি বলে জানান তিনি।
এবিষয়ে দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, পুলিশ সেখানে গিয়ে সামনে থাকা একটি তালা ওই ঘরে লাগিয়ে দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584