অগ্রদ্বীপে তৃণমূলের কর্মী বৈঠকের আয়োজন

0
81

শ্যামল রায়,কাটোয়াঃ

Tmc workers meeting at agradwip
নিজস্ব চিত্র

মঙ্গলবার বর্ধমান পূর্ব লোকসভা প্রার্থী সুনীল কুমার মন্ডল এর সমর্থনে কাটোয়া মহকুমার অগ্রদ্বীপ পলাশীর আমবাগানে এক কর্মী বৈঠক হয় তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে।
উপস্থিত ছিলেন তৃণমূলের পর্যবেক্ষক তথা স্থানীয় বিধায়ক রবীন্দ্র নাথ চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়া ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সুব্রত মজুমদার,অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের প্রধান নেতা সুন্দর মুখোপাধ্যায়,কেষ্ট বাগ সহ অনেকে।বিধায়ক রবীন্দ্র নাথ চট্টোপাধ্যায় বলেন,’সরকারের একাধিক প্রকল্পের উন্নয়নের কথাই হবে আমাদের লোকসভা নির্বাচনের প্রচারের প্রধান হাতিয়ার।
এই অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েত গঙ্গার ভাঙনের কবলে পড়ে অনেকেই সর্বস্বান্ত হয়ে গিয়েছেন কিন্তু ভাঙ্গন রোধে স্থানীয় পঞ্চায়েত তাদের নিজস্ব তহবিলের টাকায় জমি কিনে রাস্তা যেমন তৈরি করে দিয়েছেন অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে এটা একমাত্র বর্তমান আমাদের সরকারই পারে। ‘
তিনি কেন্দ্র সরকারের প্রতি তীব্র ভাষায় সমালোচনা করে জানিয়েছেন যে এই সরকার ভাঙ্গন রোধে কোন ব্যবস্থাই গ্রহণ করেনি কিন্তু আমাদের পঞ্চায়েত থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমস্ত রকম উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি জানিয়েছেন যে, ‘আমাদের ভোটের মার্জিন বাড়ানোই এখন প্রধান কাজ হবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে। সরকারের বিভিন্ন প্রকল্পের কথা মনে করিয়ে দেওয়া ভোটারদের কাছে এবং যারা এখনো পর্যাপ্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে তাদের জন্য পাশে দাঁড়ানো এবং তাদের জন্য কাজ করা এটাই হবে পঞ্চায়েত নির্বাচনের প্রধান লক্ষ্য আমাদের কর্মী সমর্থকদের কাছে।’ তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত মজুমদার
জানিয়েছেন যে,’এলাকায় রাস্তাঘাট পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা হয়েছে পাশাপাশি আইটিআই হয়েছে এবং সরকারি প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধা ছাত্র ছাত্রী থেকে শুরু করে যুবক যুবতী কৃষক শ্রমিক রা পাচ্ছেন,যা কিনা কেন্দ্রের বিজেপি সরকার সমস্ত প্রকল্প বন্ধ করে দিয়েছেন আমাদের সরকারকে বিপদে ফেলার জন্য।

আরও পড়ুনঃ রায়গঞ্জে কর্মী সভায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু

কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট উদ্যোগ এর সাথে একাধিক উন্নয়নমুখী প্রকল্পের সাথে বিভিন্ন প্রকল্প মানুষের জন্য করছেন অর্থাৎ আগামী দিন আমাদের প্রার্থী প্রচুর ভোটের ব্যবধানে বিরোধী প্রার্থী কে পরাজিত করবে এটাই আমরা আশা করছি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here