রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ
বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রের আগামী ২৯ শে এপ্রিল নির্বাচন হতে চলেছে। সেই নির্বাচনকে সামনে রেখে বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মন্ডলের সমর্থনে বুধবার কাটোয়া ২নং ব্লক শ্রীবাটী অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে কর্মী সভা অনুষ্ঠিত হলো নন্দীগ্রামে।
উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়া ২নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত,শ্রীবাটী অঞ্চল কংগ্রেসের সভাপতি কোরবান মীরদা,শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান, শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের উপ-প্রধান জগন্নাথ রুদ্র প্রমুখ। বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দেখেই মানুষ তৃনমূল কংগ্রেসকে ভোট দেবেন।এই কর্মী সভায় কয়েকশো তৃনমূল কংগ্রেসের কর্মী উপস্থিত ছিলেন।এদিন মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুনঃ পঞ্চায়েত নির্বাচনের পর ঘুরে দাঁড়াতে জোর প্রচার তৃণমূলের
আগামী ২০ শে এপ্রিল কাটোয়া স্টেডিয়াম মাঠে বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মন্ডলের সমর্থনে জনসভা করতে আসছেন রাজ্য তৃনমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যাওয়ার জন্য কর্মীদেরকে আহ্বান জানালেন বিধায়ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584