নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ইতিমধ্যেই রাজ্যে প্রধান বিরোধী দল হিসাবে শাসক দলের কাছে যে গেরুয়া শিবির সামনে, বারবারই বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে সেটা বোঝাই যাচ্ছে।
গত লোকসভা ভোটে রাজ্যে ১৮ টি আসনে জয় লাভ করেছে গেরুয়া শিবির,যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী ৪২ এ ৪২ পাওয়ার আশা করেছিলেন সেটা অনেকটাই ব্যর্থ হয়ে দাঁড়ালো শাসক দলের কাছে।
তাই আগামী দিনে বিধানসভা ভোটে বিরোধী বিজেপি শিবিরকে রাজনৈতিকভাবে অনেকটাই পিছনে ফেলতে চাইছে বর্তমান শাসক দল।সেই মতন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ এবং প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বীজ বুনতে চাইছে তৃণমূল শিবির।
ইতিমধ্যেই কেন্দ্র থেকে শুরু করে রাজ্যে এনআরসি নিয়ে সরগরম পড়ে গিয়েছে গোটা রাজ্য রাজনীতিতে।আর এর তীব্র বিরোধিতা করে রাজ্যে কোমর বেঁধে নেমে পড়েছে বর্তমান শাসক দল।অন্যদিকে দলীয় নির্দেশ এনআরসি কান্ডের বিরোধিতা করে রাজ্য থেকে শুরু করে বিভিন্ন জেলায় ও ব্লকে রবিবার বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে এনআরসি তীব্র প্রতিবাদ করা হয়।
আরও পড়ুনঃ এনআরসি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল
তাই সোমবার মেদিনীপুর জেলা পরিষদ হলে এক বৈঠকের মাধ্যমে সমস্ত জেলার তৃণমূল নেতৃত্ব কে ধন্যবাদ জানানো হয়, অন্যদিকে কেন্দ্র থেকে শুরু করে রাজ্যে অর্থনৈতিক পরিকাঠামো যেভাবে কেন্দ্রীয় সরকার মোদি সরকার ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে গত কয়েকদিন আগে মেদিনীপুর স্টেট ব্যাংকের সামনে তৃণমূল জেলা নেতৃত্ব বিক্ষোভের মাধ্যমে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা হয়।
তার এই ব্যাপারে আলোচনা এদিন জেলা পরিষদ হলে বৈঠক করা হয়, এবং আগামী ১২ ই সেপ্টেম্বর অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস করছে মোদি সরকার,তার বিরুদ্ধে ব্লক স্তরের সমস্ত সেন্ট্রাল ব্যাংকের সামনে বিক্ষোভের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ করা হবে তা নিয়েও এই দিন এই বৈঠকে আলোচনা করা হয়।
শুধু তাই নয় এনআরসি নিউ মাইকিং প্রচার এর মধ্য দিয়ে এর তীব্র প্রতিবাদ জানানো হবে এবং আগামী ১৬ই সেপ্টেম্বর জেলাস্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বর্তমান শাসক দল।তা নিয়েই মূলত এই দিন বৈঠক।এই দিন এই বৈঠকে উপস্থিত ছিলেন জল সম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র সহ অন্যান্য জেলা নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584