বয়স্কদের পোস্টাল ব্যালটে ভোটদানের সিদ্ধান্ত বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে চিঠি তৃণমূলের

0
44

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা পরিস্থিতিতে ইতিমধ্যেই বাতিল হয়েছে পুরভোট। কিন্তু করোনা পরিস্থিতিতে সারা বিশ্বের মত ভারতেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। তাই পরবর্তী ক্ষেত্রে কি পদ্ধতিতে নির্বাচন হতে পারে, তা নিয়ে রীতিমতো পরীক্ষা নিরীক্ষা করে এগোতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। সেই কারণে সুচিন্তিত রদবদলের ক্ষেত্রে ৬৫ বছরের ওপরে থাকা নাগরিকরা বাড়িতে বসে পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট দিতে পারবেন বলে ২ জুলাই ঘোষণা করে নির্বাচন কমিশন।

Postal Ballot | newsfront.co
প্রতীকী চিত্র

বয়স্ক নাগরিকরা ছাড়াও গর্ভবতী, সুগার এবং হাইপারটেনশনের রোগীরা চাইলে এই সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। সোমবার কমিশনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে চিঠি পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি।

আরও পড়ুনঃ বাতিল করা যাবে না স্নাতক স্তরের পরীক্ষা, সিদ্ধান্ত ইউজিসির

ওই চিঠিতে বলা হয়েছে, ভোটদানের পদ্ধতিতে কমিশন যে বদল আনার সিদ্ধান্ত নিয়েছে, তা গণতন্ত্রের পক্ষে যথেষ্ট উদ্বেগজনক। দেশের কোনও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে, তাদের মতামত না শুনেই যেভাবে নির্বাচন বিধি বদলানো হয়েছে তা সম্পূর্ণ অসাংবিধানিক। প্রধানমন্ত্রীর বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে তিনিও কি পোস্টাল ব্যালটে ভোট দেবেন? কমিশনের কাছে অবিলম্বে এই সিদ্ধান্তটি পুর্নবিবেচনা করে দেখার দাবি জানাচ্ছি।

আরও পড়ুনঃ অ্যাপের পর নিষিদ্ধ ৪০টি ওয়েবসাইট

জানানো হয়েছে, শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন, দেশের ১৩টি রাজ্যের মুখ্যমন্ত্রীর বয়স ৬৫ বছরের ওপরে। কমিশনের এই সিদ্ধান্তের ফলে তাঁরা ভোট প্রচার করতে পারলেও বুথে গিয়ে ভোট দিতে পারবেন না। তাই সিদ্ধান্ত বাতিল করা হোক। এতে তাঁদের ভোটের গোপনীয়তা রক্ষা না থাকার পাশাপাশি স্বচ্ছ ও অবাধ ভোটদানের প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে। তাই কমিশন অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল ঘোষণা করুক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here