বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পাশে ফেসবুক, জুকারবার্গকে চিঠি তৃণমূলের

0
53

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ফেসবুককে ঘিরে ক্রমশ সুর চড়ছে রাজনৈতিক মহলে। ‘রাজনৈতিক পক্ষপাতিত্বের’ অভিযোগে এক সপ্তাহে তিনটি চিঠি পেল ফেসবুক। কংগ্রেস, বিজেপির পর এবার মার্ক জুকারবার্গকে চিঠি দিল তৃণমূল। তাদের অভিযোগ, বেছে বেছে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্ট ও অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে।

Derek OBrien | newsfront.co
ডেরেক ও’ ব্রায়েন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে আগামী বছরে। তার আগে পরিষ্কার বোঝা যাচ্ছে, বিজেপির সঙ্গে যোগসাজশ রয়েছে ফেসবুকের। এই অভিযোগের প্রমাণ রয়েছে বলে দাবি করে ফেসবুক সিইও-কে চিঠি দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

কয়েক সপ্তাহ আগে আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত হয়, ফেসবুক এক বিজেপি নেতার হিংসাত্মক ভাষণ ব্লক করেনি। বুধবারই এসম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য ফেসবুকের কয়েকজন অফিসারকে ডেকে পাঠানো হয়েছে। তাঁরা কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন এক সংসদীয় প্যানেলের কাছে বক্তব্য পেশ করবেন।

আরও পড়ুনঃ বিজেপির নির্দেশে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছে ১৪টি পেজ

ফেসবুককে তৃণমূল যে চিঠিটি পাঠিয়েছে, তার নীচে স্বাক্ষর করেছেন সাংসদ ডেরেক ওব্রায়েন। তিনি লিখেছেন, “আমাদের দল তৃণমূল কংগ্রেস ভারতের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল। ২০১৪ ও ২০১৯ সালে ভারতে লোকসভা নির্বাচনে ফেসবুক যে ভূমিকা পালন করেছে, তাতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।”

চিঠিতে লেখা হয়েছে, “আর কয়েকমাস পরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে। ফেসবুক যেভাবে কয়েকটি পেজ ও অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে, তাতে স্পষ্ট বোঝা যায়, তাদের সঙ্গে বিজেপির যোগ রয়েছে।”

আরও পড়ুনঃ প্রশান্ত ভূষণ মামলায় সুপ্রিমকোর্টের বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক জুরি কমিশনের

চিঠিতে জুকারবার্গের সঙ্গে তাঁদের আগের সাক্ষাতে যে আলোচনা হয়েছিল, সেই প্রসঙ্গও টেনেছেন ডেরেক। সূত্রের খবর, দিল্লিতে ২০১৫ সালের অক্টোবরে জুকারবার্গের সঙ্গে দেখা করেছিলেন ডেরেক।

জানা যায়, ২০১৯ সালে লোকসভা ভোটের আগে সমালোচনাকারী ৪৪টি পেজের নাম প্রকাশ করে বিজেপি। যার মধ্যে ১৪টি পেজ সরিয়ে নেওয়া হয়। বিজেপির প্রচারে সহায়ক ১৭টি পেজ ফিরে আসে ফেসবুকে।

এ অভিযোগের পরই ফেসবুককে পাল্টা আক্রমণ করে জুকারবার্গকে চিঠি দেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ। দক্ষিণপন্থী মনোভাবের মানুষদের পেজ সরানো হয়েছে এবং তাঁদের রিচ কমিয়ে দেওয়া হয়েছে বলে ফেসবুকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানিয়ে চিঠি লিখেছেন রবিশংকর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here