বিশ্বাসঘাতকের জেলা বলায় ক্ষোভে পদত্যাগ জেলা টিএমসিপি সভানেত্রীর

0
206

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

পূর্ব মেদিনীপুরকে বিশ্বাসঘাতকের জেলা বলায় দল ছাড়ছেন জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী অন্বেষা জানা।

tmcp leader | newsfront.co
অন্বেষা জানা

আরও পড়ুনঃ বিজেপি বিরোধী বলে অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি বিতর্কে ষড়যন্ত্র, নবান্নে দাবি মুখ্যমন্ত্রীর

ফের ভাঙন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলে । দল ছাড়লেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের এই সভানেত্রী । তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে চিঠি দিয়ে এদিন দল ছাড়ার কথা জানান অন্বষা।

দল ছাড়ার প্রসঙ্গে তিনি জানান, তৃণমূল নেতৃত্ব পূর্ব মেদিনীপুরকে বিশ্বাসঘাতকের জেলা বলায় তিনি মনে আঘাত পেয়েছেন। পূর্ব মেদিনীপুরের মেয়ে হয়ে তা তিনি মেনে নিতে পারেননি। তাই দল ছাড়ছেন। আরও বলেন, শুভেন্দু অধিকারীকে তিনি তাঁর রাজনৈতিক গুরু বলে মানেন। তাঁর আদর্শেই ভবিষ্যতে চলবেন। স্পষ্ট করে না বললেও, ভবিষ্যতে তিনি বিজেপিতে যোগদান করছেন, বলা চলে এমন ইঙ্গিতই দিলেন এদিন।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর দাদার অন্যায় আবদারের প্রতিবাদ, জয়দ্বীপের পথে হেঁটেই পদত্যাগ দুই সহ-সভাপতির

প্রসঙ্গত, তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই তাঁকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করতে শুরু করেছে ঘাসফুল শিবির। অধিকারী গড় কাঁথিতে দাঁড়িয়েও শুভেন্দুকে ‘মীরজাফর’ খোঁচায় বিঁধেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তারপরই কাঁথিতে পাল্টা সভায় তৃণমূল নেতৃত্বের উদ্দেশে হুঙ্কার দিয়ে চ্যালেঞ্জ ছোড়েন শুভেন্দু।

চাঁছাছোলা ভাষায় বলেন, “মেদিনীপুরে বিশ্বাসঘাতকদের জন্ম হয় না। ওরা বলেছে, মেদিনীপুরে বিশ্বাসঘাতকদের জন্ম হয়। ঝাড়গ্রাম, পশ্চিম-পূর্ব সহ সমগ্র মেদিনীপুরের স্বাভিমানে আঘাত করেছে। ৩৫টা আসনেই হারাব। মেদিনীপুরের মাটি বর্ণপরিচয় স্রষ্টা বিদ্যাসাগরের মাটি। শহিদ ক্ষুদিরামের মাটি। স্বাধীনতা সংগ্রামী ড.সুশীল কুমার ধাড়া, মাতঙ্গিনী হাজরার মাটি। এখানেই তাম্রলিপ্ত সরকার গঠন হয়েছিল।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here