মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই উত্তপ্ত গোয়ার রাজধানী পানাজি। ২৮ অক্টোবর গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই মঙ্গলবার সেরাজ্যের বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফেলা হল তৃণমূল কংগ্রেসের প্রচার হোর্ডিং-পোস্টার। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকেই।
এদিন হোর্ডিং-পোস্টার ছেঁড়ার পাশাপাশি পোস্টারে থাকা মুখ্যমন্ত্রীর মুখে কালী লাগিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করেছেন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
COWARDS. BJP defaces all communication featuring @MamataOfficial across Goa days before her visit.
They miss the point.
Contracts state that liability from such damage is the vendors,who are fellow Goans.Why hurt Goemkar enterprise? This State deserves better #GoenchiNaviSakal pic.twitter.com/YOfbUZaDJq
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) October 26, 2021
হাতে রয়েছে আর মাত্র একদিন। ২৮ অক্টোবরই গোয়া সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে সেরাজ্যে রয়েছেন সাংসদ মহুয়া মৈত্র, সৌগত রায়, প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়র সহ অন্যান্য নেতৃত্বরা।
আরও পড়ুনঃ বিজেপি নেতাদের ছোঁবে না ইডি, দাবি বিজেপি সাংসদ সঞ্জয় পাতিলের
২০২২-এ গোয়ার বিধানসভা নির্বাচনই এখন তৃণমূল কংগ্রেসের পাখির চোখ। তাই এই ভোটের আগে গোয়ায় পাকাপাকিভাবে জায়গা করে নিতে তৎপর ঘাসফুল শিবির। ইতিমধ্যেই গোয়া সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। সেই দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করেই গোয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল।
আরও পড়ুনঃ পুলওয়ামার সিআরপিএফ ক্যাম্পে রাত কাটালেন অমিত শাহ, শ্রদ্ধা জানালেন শহিদ জওয়ানদের
এবার তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে গোয়ার রাজনীতির পারদ যে আরও চড়বে তা বলাইবাহুল্য। এদিকে, বৃহস্পতিবার গোয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি ঠিক কী বার্তা দেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584