কন্যার বিবাহের নিমন্ত্রণে বেরিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু পিতার

0
1735

সিমা পুরকাইত, দক্ষিণ চব্বিশ পরগনাঃ

to attend daughter marriage invitation father dead
মৃত আবু সিদ্দী সর্দার।ফাইল চিত্র

বড় মেয়ের বাড়িতে ছোট মেয়ের বিয়ের নেমন্তন্ন করতে গিয়ে দুর্ঘটনায় মৃত বাবা।ঘটনাটি ঘটেছে বারুইপুর যোগী বটতলার মিলন সংঘের কাছে কুলপি রোডে।

to attend daughter marriage invitation father dead
আহত প্রীতম সাঁপুই।নিজস্ব চিত্র

জানা গেছে সাইকেলে চেপে ছোটো মেয়ের বিয়ের নেমন্তন্ন করতে বড় মেয়ের বাড়িতে যাচ্ছিলেন বাবা আবুসিদ্দী সর্দার (৫০)।রাস্তায় একটা বাইক এসে জোরে ধাক্কা মারে‌ ঘটনাস্থলেই গুরতর আহত হন বাবা।স্থানীয় মানুষ তাকে হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুনঃ ট্রাক বাইকের ধাক্কায় মৃত্যু এক আহত দুই

to attend daughter marriage invitation father dead
মৃতের বোন।নিজস্ব চিত্র

পেশায় রাজমিস্ত্রী আবুসিদ্দী সর্দারের বাড়ি বারুইপুর মদারাট কাঁটাপুকুরে।গতকাল সন্ধ্যায় রাত্রে বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিল ছোটো মেয়ের বিয়ের নেমতন্ন করতে।চারদিন বাদেই ছিল বিয়ে।রাস্তায় যোগী বটতলায় উল্টো দিক থেকে খুব জোরে আসা একটা বাইক সজোরে ধাক্কা মারে আবুসিদ্দী বাবুকে।ওনার গুরুতর চোট লাগে।একই সঙ্গে বাইক আরোহীর পিছনে বসে থাকা ব্যক্তিও গুরুতর আহত হন।

to attend daughter marriage invitation father dead
আহতর আত্মীয়।নিজস্ব চিত্র

জানা গেছে তার নাম প্রিতম সাঁফুই,বাড়ি বারুইপুর মাদারপুরের নাজিরপুর।তাদের দুজনকেই স্থানীয় মানুষ বারুইপুর মহকুমা হসপাতালে নিয়ে যাওয়া হয়।বারুইপুর মহকুমা হাসপাতালের ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা।করার পর তাদের দুজনকেই চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করে।গভীর রাত্রে মৃত্যু হয় আবুসিদ্দী সর্দারের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here