মোহনা বিশ্বাস, কলকাতাঃ
করোনা আবহে ভিড় নিয়ন্ত্রণে আনতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে পুজো মন্ডপগুলি। মাঝারি পুজোর পাশাপাশি ছোট পুজোগুলিতেও পাহারায় থাকবে কলকাতা পুলিশ। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবছরও মন্ডপ থাকবে দর্শকশূণ্য। সেই জন্যই ভিড় নিয়ন্ত্রণে রাখতে সমস্ত পুজো মন্ডপগুলির উপর নজর থাকবে কলকাতা পুলিশের।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, বড় ও মাঝারি পুজো মন্ডপগুলির পাশাপাশি প্রতিটি ছোট মণ্ডপের বাইরেও দুই থেকে তিন জন পুলিশকর্মীকে মোতায়েন করা হবে। যদি প্রয়োজন হয় তবে পুলিশকর্মীর সংখ্যা বাড়ানো হতে পারে বলে সূত্রের খবর। আগামীকাল অর্থাৎ চতুর্থী থেকেই মণ্ডপের সামনে ভিড় নিয়ন্ত্রণের কাজ শুরু করবেন ওই পুলিশকর্মীরা।
হাইকোর্টের নির্দেশ মেনে যাতে কোনও দর্শনার্থী মন্ডপের ভিতরে না প্রবেশ করেন, তা নিশ্চিত করাই মূলত ওই পুলিশকর্মীদের কাজ। পুলিশসূত্রে খবর, কলকাতায় বড়, মাঝারি ও ছোট পুজো মিলিয়ে মোট ২৭০১টি পুজো হয়। এতগুলো পুজোয় ২ হাজার ৫৪৫ জন অফিসার ও ১২ হাজার ৯৪৭ জন পুলিশকর্মী মোতায়েন থাকবেন।
লালবাজার জানিয়েছে, গত বছরের মতো এ বছরও চতুর্থীর দিন থেকেই রাস্তায় নামছে পুলিশ। পুজোয় মোট তিনটি শিফটে ভিড় ও নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকবেন তাঁরা। পুজোর দিনগুলিতে রাস্তায় নামবেন প্রায় ২০ হাজার পুলিশ। পুজোয় কলকাতায় যানজট এড়াতে যাতে যেখানে সেখানে গাড়ি পার্কিং না হয়, সেই দিকে ট্রাফিক পুলিশ ও প্রত্যেকটি থানাকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুরুচি সঙ্ঘ, কলেজ স্কোয়ার বা সন্তোষ মিত্র স্কোয়ারের মতো বড় পুজোয় ভিড় নিয়ন্ত্রণে রাখতে চার জন করে এসি-কে রাখা হচ্ছে।
আরও পড়ুনঃ পুজো কমিটি গুলিকে চেক বিতরণ করলেন বিধায়ক হুমায়ুন কবির
পুজোর সময় বাইরে থেকে বহু মানুষ কলকাতায় আসেন। তাই শহরের হোটেল ও রেস্তরাঁগুলির উপরও থাকবে কলকাতা পুলিশের কড়া নজর। শহরের ১৫ টি প্রবেশপথে চালানো হবে নাকা-তল্লাশি। লালবাজার সূত্রে খবর, এবছর পুজোয় নিরাপত্তার জন্য থাকছে ২৬ টি পিসিআর গাড়ি। ১৩টি বিশেষ হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। ২২ টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। থাকছে ৩১টি বিশেষ সিটি পেট্রোল। ১৩টি কুইক রেসপন্স টিমও থাকছে নিরাপত্তার জন্য। পুজোয় শহরে যাতে কেনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য থাকছে ৫৪টি ওয়াচ টাওয়ার ও ৮৯টি সিসিটিভি।
আরও পড়ুনঃ টিকার দুটি ডোজ নেওয়া থাকলে, মাস্ক পরলে অঞ্জলি থেকে সিঁদুরখেলাতে সায় হাইকোর্টের
পুজোর দিনগুলো নিরাপত্তায় মুড়ে ফেলা হবে শহরকে। বড় পুজো মণ্ডপে পুলিশ সহায়তা ক্যাম্প ও রাস্তায় কিয়স্ক মোবাইল পুলিশ অ্যাসিস্ট্যান্ট ভ্যান থাকবে ৭টি। ট্রাফিক পুলিশ সহায়তা বুথ থাকবে ৬টি। ১৩ টি দমকলের এসকর্ট ভ্যান থাকবে। এছাড়াও থাকবে, ২৮টি পুলিশ অ্যাম্বুল্যান্স ও ট্রমা কেয়ার। মিসিং পার্সন স্কোয়াডের গাড়ি থাকবে ৬টি। ৭টি মন্দির ও ৬টি বেড়ানোর জায়গায় থাকবে বিশেষ নজরদারি। পুজোর ক’দিন দূষণ নিয়ন্ত্রণে ৯টি পুলিশ টিমও মোতায়েন করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584