ট্রাম্পের নজর থেকে বস্তি লুকোতে গুজরাটে তৈরী হচ্ছে দেওয়াল

0
452

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

এই মাসেরই ২৪ ও ২৫ তারিখ গুজরাট সফরে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নজর থেকে আমেদাবাদের এক বস্তি লুকোতে তৈরি হচ্ছে দেওয়াল।

যাইহোক, এক সিনিয়র সরকারি আধিকারিক জানিয়েছেন যে ঐ দেওয়াল তৈরি হচ্ছে সুরক্ষার কথা মাথায় রেখে। কিন্তু পাঁচিল তৈরীর দায়িত্বে থাকা কন্ট্রাক্টর সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে যে এয়ারপোর্ট থেকে আমেদাবাদ যাওয়ার পথে ওই বস্তি  আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে আসুক সেটা সরকার চায়না। সেই কন্ট্রাকটর জানান, ” যত দ্রুত সম্ভব আমাকে ওই দেওয়াল তৈরি করার আদেশ দেওয়া হয়েছে। দিনরাত ১৫০ জন শ্রমিক ওই দেওয়াল তৈরীর জন্য খাটছে। জানা গেছে ওই বস্তিতে প্রায় ৮০০ পরিবার বসবাস করে।

ছবি সৌজন্যেঃ-রয়টার্স

“কেম ছো ট্রাম্প” অর্থাৎ “কেমন আছো ট্রাম্প” ও “হাউডি মোদি” এই দুই স্লোগানকে সামনে রেখে আমেদাবাদের এক স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এক বর্ণাঢ্য অনুষ্ঠান।

মঙ্গলবার হোয়াইট হাউস থেকে এক বার্তায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে তাকে স্বাগত জানাতে আমেদাবাদে ‘মিলিয়ন মিলিয়ন’ মানুষের জমায়েত হবে।

(ফিচার ছবি সৌজন্যে:Cartoonist: Satish Acharya and Sify.com)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here