নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা পরিস্থিতিতে বিভিন্ন খাতে আয় না-হওয়ার জেরে এমনিতেই পুরসভার কোষাগার প্রায় শূন্য। চলতি মাসেই শেষ হয়েছে পুর বাজেটের মেয়াদ। ফলে, পুর কর্তৃপক্ষ নতুন বাজেট বরাদ্দ না করলে শহরের পুর পরিষেবা মুখ থুবড়ে পড়বে। তাই আজ, মঙ্গলবার কলকাতা পুরসভার বাজেট।
এদিন দুপুর দু’টোয় পুরসভার প্রশাসক বোর্ডের বৈঠক বসবে। সেখানেই বাজেট অনুমোদন করা হবে। যদিও পুরসভা সূত্রে খবর, পূর্ণাঙ্গ বাজেটের বদলে এবার হবে ভোট অন অ্যাকাউন্ট। গত মার্চ মাসে নির্ধারিত পুরভোটের আগে একবার ভোট অন অ্যাকাউন্ট হয়েছিল।
আরও পড়ুনঃ কলকাতা থেকে সারা বিশ্বের সব দুর্গাপুজোর পরিক্রমা বাড়িতে বসে এক ক্লিকেই
কিন্তু করোনার জেরে নির্বাচন প্রক্রিয়া আটকে গিয়েছে। পুর-বোর্ডের বদলে ক্ষমতাহীন প্রশাসক বোর্ড। এই অবস্থায় পূর্ণাঙ্গ বাজেট করা সম্ভব নয়। তাই এই প্রথম বছরে দু’বার ভোট অন অ্যাকাউন্ট হতে চলেছে। আগামী তিন মাস কিংবা ছ’মাসের জন্য খরচ-খরচা, আর্থিক বিবরণী তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ রাজ্য পুলিশকে না জানিয়ে সরাসরি তল্লাশি, এনআইএ পূর্বাঞ্চলীয় কর্তাকে চিঠি ডিজি বীরেন্দ্রর
প্রশাসক বোর্ড তাতে সিলমোহর দেবে। কারণ, ভোট হয়নি বলেই পুরভোট নেই। তাই এখন অধিবেশন বসানোও সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে কলকাতা পুরসভার আর্থিক অবস্থা খুবই দুর্বল। পুরসভা সূত্রে খবর, করোনার জেরে প্রচুর খরচ হয়েছে। ফলে বিপুল পরিমাণ বাজেট ঘাটতি থাকতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584