ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
বুধবার উত্তরপ্রদেশের মুজাফফরনগর এলাকার মোরনা গ্রামে করোনা লকডাউন কার্যকর করতে গিয়ে এক সাব-ইন্সপেক্টর সহ দুই পুলিশ কর্মী গুরুতর আহত হন।
Muzaffarnagar: Five people have been arrested & case registered against them under relevant section of IPC for allegedly attacking police personnel when they were trying to enforce #CoronavirusLockdown in Morna area yesterday. https://t.co/mD8iAQv2ns
— ANI UP (@ANINewsUP) April 2, 2020
সংবাদসংস্থা দ্য হিন্দু সূত্রে জানা গেছে যে মোরনা গ্রামের কারহেরা রোডের কাছে জমায়াতের খবর পেয়ে ভোপা থানার একদল পুলিশ সেখানে যায়। সেখানে গিয়ে জনতাকে সরাতে গেলে জনতা পুলিশের উপর ইট পাথর ছুড়তে শুরু করে। ঘটনায় সাব-ইন্সপেক্টর লেখরাজ সিং ও কনস্টেবল রবি কুমার গুরুতর আহত হন।
Two policemen, including a sub-inspector, were injured in Morna village of Muzaffarnagar on Wednesday evening when they went to enforce the lockdown imposed to battle #COVID19 https://t.co/XUnnmpaFKI
— The Hindu (@the_hindu) April 2, 2020
এক স্থানীয় সংবাদ সংস্থা দ্য হিন্দু’কে জানান যে মোজাফফরনগরের গ্রাম্য এলাকায় লকডাউন কার্যকর করা খুব কঠিন। তিনি বলেন, “প্রাক্তন প্রধান নাহার সিংয়ের বাড়ির কাছে এই ঘটনা ঘটেছে। তার বাড়ির সদস্যরা রাস্তার উপর দাঁড়িয়ে ছিল। পুলিশ যখন কড়া ভাবে লকডাউন কার্যকর করার চেষ্টা করে তখন বাকবিতণ্ডা শুরু হয়। তারপরেই শুরু হয় ইট পাথর বৃষ্টি।”
সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (রুরাল) জানান, “আমরা প্রাক্তন প্রধান সহ ৫ জনকে গ্রেফতার করেছি।তাদের উপর এটেম্পট টু মার্ডার সহ আইপিসি বিভিন্ন ধারা দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন আয়ত্তের মধ্যে রয়েছে। আহত দুই পুলিশ কর্মীকে মিরাট এর এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা এখন স্থিতিশীল।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584