নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের পাশাপাশি তৎপর হয়ে উঠেছে দমকলবাহিনীও। সংক্রমণ এড়াতে দমকলের ইঞ্জিনের মাধ্যমে স্যানিটাইজ করা হল বাজারগুলিতে। এদিন দমকলের জলের ট্যাঙ্কে ফিনাইল ও স্যানিটাইজার মিশিয়ে হোস পাইপের মাধ্যমে স্প্রে করা হয় বিভিন্ন বাজার ও ব্যাংকের সামনে ও রায়গঞ্জের রাস্তাঘাট সহ দোকান থেকে শুরু করে বাজারের সমস্ত দোকানে।

আরও পড়ুনঃ দুঃস্থদের পাশে এগিয়ে এলো মেদিনীপুরের ছাত্র সমাজ
যেখানে মানা হয় না কোনও সামাজিক বিধিনিষেধ ও নিরাপদ দূরত্ব। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাওয়ায় রায়গঞ্জ শহরের বিভিন্ন বাজার ও ব্যাংক গুলিকে বেশি গুরুত্ব দেওয়া, কারণ প্রতিদিন বহু মানুষের সমাগম হচ্ছে সেইসব স্থানে। রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে ১০০ লিটার জীবাণুনাশক দমকল বিভাগের হাতে তুলে দেন পুরসভার পুরপ্রধান সন্দীপ বিশ্বাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584