নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ:
মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাদিখাঁন দেয়ার ও সাহেব রামপুর এলাকার দুই যুবকের মৃত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় , সাদিখাঁন দেয়ার এলাকায় জোতপরমানন্দপুর গ্রামে গতকাল রাত্রি প্রায় দশটা নাগাদ ২৫ বছরের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ওই যুবকের নাম রিজওয়ান শেখ (২৫) ।
পরিবার সূত্রে খবর, বেশ কিছু দিন ধরে পারিবারিক অশান্তির কারনেই গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
অন্য দিকে সাহেব রামপুর এলাকার ২১ বছরের দীপঙ্কর বিশ্বাস নামে এক যুবক পেট্রোল পাম্পে কাজ করতো । ডিউটি অবস্থায় বৃষ্টি শুরু হলে তেল ট্যাংকে জল ঢুকে পড়বে বলে ,ট্যাঙ্কের ভিতরে ঢুকে বৃষ্টির জল বের করে দিত। কিন্তু সেখানেই সেই যুবককে মৃত অবস্থায় পাওয়া যায়। কি কারণে মৃত্যু হয়েছে সেটা কারুর কাছে পরিষ্কার নয় বলে সূত্রের খবর।পৃথক দুটো মৃত দেহ উদ্ধারের করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে জলঙ্গি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584