নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
রবিবার রাজ্য সরকারের তরফ থেকে লকডাউন ঘোষণা না করলেও আজ লকডাউন চলল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের মুড়াইল গ্রামে।জানাগেছে এই গ্রামে এক ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার কারণে গ্রামকমিটি ও পঞ্চায়েত সদস্যের উদ্যোগে মুড়াইল গ্রামজুড়ে করা হয় লকডাউন।
এদিন হাট বন্ধ রাখার পাশাপাশি দোকানপাটও বন্ধ রাখা হয়।পাশাপাশি এই গ্রামের পঞ্চায়েত সদস্য মফলেশুর দত্তের উদ্যোগে একহাজার গ্রামবাসীকে দেওয়া হয় মাস্ক।তবে গ্রাম পঞ্চায়েতের সদস্যের এইরকম কার্যকলাপ দেখে যথেষ্ট সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।পাশাপাশি এলাকার মানুষকে এই মহামারি ভাইরাসের প্রতি সচেতন করা হচ্ছে পঞ্চায়েত সদস্য র পক্ষ থেকে৷
আরও পড়ুনঃ বহুরূপী পতঙ্গ ঘিরে চাঞ্চল্য মেদিনীপুরে
এই সম্বন্ধে পঞ্চায়েত সদস্য মফলেশুর দত্ত বলেন ‘এই লকডাউন ঘোষণার পর যথেষ্ট সাড়া পড়েছে গোটা গ্রামে, সাধারণ মানুষ মহামারি ভাইরাসের প্রতি যে যথেষ্ট সচেতন হয়েছে এই দিন এই লকডাউনের মধ্য দিয়ে তা বোঝা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584