নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
শীতপ্রেমীদের জন্য স্বস্তির খবর। শহরে জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস আবহাওয়া দফতরের। আরও বেশ কয়েকটা দিন রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। অর্থাৎ এখন শীতের পোশাক তোলার কোনও প্রশ্নই নেই। এদিন এক ধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি কমেছে। তাপমাত্রার হ্রাস-বৃদ্ধি অব্যাহত। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি থাকলেও শনিবার তা এক ধাক্কায় বেড়ে ১৫ ডিগ্রিতে পৌঁছেছিল।
ফলে আর কতদিন শীত থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু রবিবার ফের ৩ ডিগ্রি কমে শহরের ফের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। রাজ্যজুড়ে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমছে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা এমনই থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আরও পড়ুনঃ লালকেল্লা ঘটনায় চিহ্নিত পাঞ্জাবের পাঁচ দাগী অপরাধী, দাবি পুলিশের
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বৃষ্টি না হলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে ৯৩ ও ৪৪ শতাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584