সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
মহানায়ক উত্তম কুমারের মৃত্যু মাস আসলে স্মৃতি বিজড়িত হয়ে ওঠে ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের গোবিন্দপুর গ্রাম । গ্রামবাসী দের মধ্যে আজও স্মৃতিচারণার এক উল্লেখযোগ্য স্থান গোবিন্দপুরের পদ্মপুকুরটি । সত্তরের দশকে বনপলাশির পদাবলী সিনেমার “দেখুক পাড়া পড়শিতে, কেমন মাছ গেঁথেছি বড়শিতে ” এই গানের সু্টিং হয়েছিল এই পদ্মপুকুরে ।
সুন্দরবন লাগোয়া গোবিন্দপুরের পদ্মপুকুর টি ছিল জমিদার কালিচরণ কয়ালের । যেখানে সারি সারি পদ্মফুল বিরাজ করত পদ্মপুকুর জুড়ে । বৃহৎ বড় পুকুরে ফোটা পদ্মফুলে পূজিত হতো দূর্গা থেকে বাসন্তী সকল দেবীই ।
সুন্দরবন লাগোয়া জমিদারদের এই পুকুর বিখ্যাত ছিল শুধু এলাকায় নয় ,জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি ভিন জেলার লোক ও এই পুকুরের মাহাত্ম্যর কথা জানতেন ।
কালের বিবর্তনে জমিদারী প্রথা শেষ হয়ে গেছে । বিস্মৃতির অন্তরালে চলে গেছে বনপলাশির পদাবলীর স্মৃতি বিজড়িত উত্তম সুপ্রিয়া দেবী জুটির গানটিও । এলাকার বাসিন্দারা আজও পুকুরের ভাঙা চাতালে এই মাসে উত্তম কুমারকে মনে রেখেছেন ।
বর্তমানে পুকুর তার পরিধি হারিয়েছে ।দেখা নেই পদ্মপাতার , নেই কোন পদ্ম ফুল। সংরক্ষণের অভাবে হারিয়েছে পদ্মপুকুরের সেই বিখ্যাত পদ্মফুল গুলি । ধীরে ধীরে ছোট হয়ে এসেছে পুকুরের পরিধি ।
বাসিন্দাদের দাবি যেটুকু আছে সেটুকুই তাদের উত্তম কুমারের স্মৃতি বিজড়িত করে রেখেছে ।তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েনের দাবি পুকুরের যেটেকু অংশ রয়েছে সেটা নিয়েই স্মৃতি বিজড়িত হয়ে রয়েছেন গোবিন্দপুরের মানুষজন ।
যদিও বিজেপির দাবি সরকারি ভাবে যদি সংরক্ষণ করা যেত পুকুরটি , তাহলে স্মৃতি বিজড়িত ভগ্নাবশেষের কথা এই রকম ভাবে বলতে হত না ।
আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে ভুট্টা চাষীদের মাথায় হাত
ডায়মন্ড হারবারের ঐতিহ্য দেখতে ছুটে আসত সিনেমা জগতের বহু মানুষ এমনকী আসতেন বহু পর্যটকেরাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584