শ্যামল রায়, পূর্বস্থলীঃ
ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে জনমত তৈরি করতে পূর্বস্থলী এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
পূর্বস্থলীর শ্যামসুন্দর তলায় স্বাধীনতা সংগ্রামী সুরেশ রায়ের বাড়িতে নিয়েছিলেন বিশ্রাম। সালটা ছিল ১৯৩১। ভারতবর্ষে তখন ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন প্রান্তে গর্জে উঠছে যুবক-যুবতীরা।পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতেও তখন ইংরেজবিরোধী একটা শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। এই শক্তিকে কাজে লাগাতে সাহস যোগাতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। বক্তব্য রেখে উঠেছিলেন আরেক ইংরেজ বিরোধী আন্দোলনের নেতা স্থানীয় যুবক সুরেশ রায়ের বাড়িতে। সেই সময় এই এলাকায় নেতৃত্বে ছিলেন গোপেন কুন্ডু, নৃপেন ভট্টাচার্য সহ অনেকেই।বক্তব্যের শেষে সুরেশ রায়ের বাড়িতে নিয়েছিলেন বিশ্রাম, খেয়েছিলেন চা সিঙ্গারা।
তাই প্রতিবছর নেতাজির স্মৃতিকে আঁকড়ে ২৩ শে জানুয়ারি পালিত হয় পূর্বস্থলীর কাস্ট শালি শ্যামসুন্দর তলায় তপন রায়ের বাড়িতে।মঙ্গলবার সুরেশ রায়ের ছেলে তপন রায় জানিয়েছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু যে চেয়ারে বসে ছিলেন সেই চেয়ারের উপর রাখা হয় নেতাজির মূর্তি আর জন্মদিনে নেতাজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তাঁকে স্মরণ রেখে স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে উপস্থিত বিশিষ্টজনেরা আলোচনা করে থাকেন।
আজও পর্যন্ত পূর্বস্থলীর ইতিহাস নানাভাবে সর্বজনবিদিত। স্বাধীন ভারতের সংবাদপত্রের জগতে বাঙ্গাল গেজেট প্রকাশ হয়েছিল এই বহরা গ্রাম থেকেই। গঙ্গা কিশোর ভট্টাচার্য এই বাংলা গেজেটের সম্পাদনার দায়িত্বে ছিলেন।
এছাড়াও এই পূর্বস্থলীর মাটিতে অক্ষয় কুমার দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত এবং সাম্প্রতিককালের সাহিত্যিক ধর্মদাস মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তাই এদের কথা আমাদের কোন ভাবেই ভুলবার নয়।আজ নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২২ তম জন্মদিন উপলক্ষে পূর্বস্থলীর বিভিন্ন ক্লাব প্রাঙ্গণ সেজে উঠেছে। পতাকা উত্তোলন, নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান সহ অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও নাদন ঘাট এর ‘নাদন ঘাট শাস্ত্রী সংঘ’এর পরিচালনায় আজ সারাদিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে জানিয়েছেন কবি তপন বৈরাগ্য। কবিতা পাঠ, নেতাজির উপর আলোচনা সহ একাধিক কর্মযজ্ঞ অনুষ্ঠিত হবে সারাদিন ধরে। বাংলার রাইটাস ফোরামের তরফ থেকেও নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হবে কবি আড্ডা।
আরও পড়ুন: মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী দশ মাইল দৌড়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584