আগামী বৃহস্পতিবার থেকে মেট্রোয় মিলবে টোকেন, ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ

0
62

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

অতিমারী করোনা ভাইরাসের জন্য গতবছর ২৩ মার্চ মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। পুনরায় মেট্রো পরিষেবা চালু হয় গতবছর সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ থেকে। তবে পুনরায় চালু হওয়ার পর বদলে যায় বহু নিয়ম। করোনা ভাইরাসের কথা মাথায় রেখে বন্ধ রাখা হয় টোকেন। তবে সমস্ত কোভিড বিধি মেনে স্মার্ট কার্ড ব্যবহার করে মেট্রোতে যাতায়াত করত যাত্রীরা। ফলে বহু ভোগান্তিতে পড়ছিল যাত্রীরা।

kolkata metro

যাত্রীদের স্বার্থের কথা বিবেচনা করে এবং পরিস্থিতি পরখ করে পুনরায় টোকেন পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আগামী ২৫ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে প্রতিটি কাউন্টারে মিলবে টোকেন। কোভিড বিধি মেনে লাইনে দাঁড়িয়ে যাত্রীদের টোকেন সংগ্রহ করতে হবে। তবে যে সমস্ত যাত্রীরা স্মার্ট কার্ড ব্যবহার করে, তারা অটোমেটিক স্মার্ট কার্ড মেশিন ব্যবহার করে মেট্রো যাতায়াত করতে পারবে।

তবে মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহারের জন্য অনুরোধ করেছে। এছাড়াও জানানো হয়েছে যারা স্মার্ট কার্ড ব্যবহার করবে, তাদের দেওয়া হবে বিশেষ ছাড়। এমনিতে কার্ড এর ব্যবহারের মাধ্যমে মেট্রো উপচে পড়ছিল ভীড়, টোকেন ব্যবহারের ফলে আরও ভীড় বাড়বে বলে শঙ্কা প্রকাশ করছে মেট্রো কর্তৃপক্ষ। তাই এই বিষয়টি মাথায় রেখে বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যা। আগে চলতে ২৬৬ টি মেট্রো।

আরও পড়ুনঃ অনলাইন শপিং সাইটে গাঁজা বিক্রি করে বিতর্কে অ্যামাজন ইন্ডিয়া

টোকেন চালু হওয়ার পর থেকে আরও ৬ টি বাড়িয়ে ২৭২ টি মেট্রো চালানো হবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো সংখ্যা বাড়ানোর পাশাপাশি, কমিয়ে আনা হয়েছে দুটো মেট্রোর সময়ের ব্যবধান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here