অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
টোকিও অলিম্পিক হওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা। জাপানে আদৌ অলিম্পিক্স আয়োজন করা যাবে কি না তা স্পষ্ট নয়। কিছুদিন আগে এই বছর টোকিও অলিম্পিক হওয়া নিয়ে প্রশ্ন ওঠে। যদিও এরপর জাপানের প্রধানমন্ত্রী সেই দাবি জানান যে টোকিও অলিম্পিক হচ্ছে। প্রতিযোগিদের টিকা দেওয়া হবে।
এরপর আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা (আইওসি) বিভিন্ন দেশের অলিম্পিক্স কমিটির সঙ্গে আলোচনা শুরু করেছে খেলোয়াড়দের টিকা দেওয়ার ব্যাপারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) যদিও অলিম্পিক্স খেলোয়াড়দের আগে টিকা দেওয়ার ব্যাপারে রাজি নয়।
আরও পড়ুনঃ দেশের থেকে পাচ্ছি গর্ব তো হবেইঃ মৌমা
ভারতীয় অলিম্পিক্স সমিতির (আইওএ) প্রধান নরিন্দর বাটরা বলেন, “কথা চলছে খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফদের টিকা দেওয়ার ব্যাপারে। বাধ্যতামূলক করা না হলেও, অলিম্পিক্সকে করোনামুক্ত রাখতে এমনই ভাবনা আইওসি-র।”
আরও পড়ুনঃ বিরাটকে প্লেয়াররা বিশ্বাস করে না, ধোনিকে করেঃ গম্ভীর
ফ্রান্সের তরফে জানানো হয়েছে, যারা টিকা না নিয়ে জাপান যাবেন অলিম্পিক্স খেলতে, তাঁদের জন্য বেশ কঠিন হতে পারে পরিস্থিতি। বার বার পরীক্ষা করা হতে পারে তাঁদের, এমনও জানানো হয়েছে।
হু-য়ের তরফে যদিও বলা হয়েছে, “অলিম্পিক্সে যারা অংশ নেবে, তাদের টিকা দেওয়া বাধ্যতামূলক নয়।” ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা টোকিয়ো অলিম্পিক্স। এই অবস্থায় কিভাবে হবে অলিম্পিক সেটা নিয়ে উঠছে প্রশ্ন!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584