অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ইতিমধ্যেই ভারতে তৈরি কোভিড ভ্যাকসিন দেশের মানুষকে প্রদান করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে ২০২১ মার্চ থেকে দেশের মানুষকে দেশের মাটিতে তৈরি ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তবে এত বড় দেশে সব মানুষের কাছে টিকা পৌঁছানো সম্ভব নাও হতে পারে।
মনে করা হচ্ছে বয়স্ক মানুষ ও সুগার থাকা ব্যক্তিদেরই প্রথমে টিকা দেওয়ার অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে অগ্রাধিকার পাওয়া টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করতে চলা দেশের সমস্ত অ্যাথলিট, কোচ এবং সাপোর্ট-স্টাফেদের। সংসদীয় প্যানেলের তরফ থেকে এমনই একটি প্রস্তাব পেশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে।
আরও পড়ুনঃ ২২-এই দশ দলের আইপিএল, আইসিসির বৈঠকে সৌরভ
করোনা ভাইরাসের জন্য ২০২০ টোকিও অলিম্পিক পিছিয়ে গিয়েছে ২০২১ অবধি। আগামী বছর ২৩ জুলাই থেকে-৮ অগাস্ট অলিম্পিক।
রিপোর্টে বলা হয়েছে, “ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিযোগীতাকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়া উচিৎ। কারণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে অলিম্পিক অ্যাথলিটরা নিজেদের প্রস্তুত করছে। তাই তাদের ক্ষেত্রে ভ্যাকসিন প্রয়োগ সর্বাগ্রে হওয়া প্রয়োজন। কারণ তারা দেশের প্রতিনিধিত্ব করছেন ।” এছাড়া আন্তর্জাতিক টুর্নামেন্ট বিদেশের থেকে বেশি কলকাতাতে করার কথা বলা হল। এছাড়া কোচদের শুন্যপদ খুব তাড়াতাড়ি ভরাট করার কথাও বলা হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584