অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
করোনা বাধা ভেঙে ধীরে ধীরে স্বাভাবিক পথে ফিরছে খেলার মাঠ। তবে বিশ্বের সব থেকে বড় ক্রীড়া ইভেন্ট অলিম্পিক নিয়ে এখনও প্রশ্ন কারণ বিশ্ব করোনা মহামারী থেকে এখনও মুক্ত হতে পারেনি তাই টোকিওতে এবারের অলিম্পিক আয়োজনের কথা থাকলেও তা বাতিল করা হতে পারে বলে খবর। যদিও জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা অলিম্পিক্স হবে বলেই দাবি করছেন।
এমনও শোনা যাচ্ছে ২০২০ টোকিও অলিম্পিক ২০২১ নয়, ২০৩২-এ টোকিয়োতে অলিম্পিক্স অনুষ্ঠিত করা হতে পারে। অলিম্পিক্স আয়োজকদের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। জাপানে ৫ হাজার ৪৪৭ জন করোনা সংক্রমিত হয়েছেন।
শেষ পাওয়া খবর এখনও অবধি মারা গিয়েছেন ১৬ হাজার ৫৭৮ জন। এমন অবস্থায় খেলোয়াড়দের সুরক্ষার কথা মাথায় রেখেই অলিম্পিক্স আয়োজন করতে রাজি নয় জাপান, বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত গত বছরের টোকিও অলিম্পিক করোনার কারণে স্থগিত হয়ে চলতি বছর হবে বলে ঠিক হয়।
আরও পড়ুনঃ রাহানেকে রাজকীয় অভ্যর্থনা, মেয়েকে কোলে নিয়ে বাড়ি ঢুকলেন অধিনায়ক
প্রধানমন্ত্রী সুগা বলেন, “আমি দৃঢ়প্রতিজ্ঞ, অলিম্পিক্স প্রমাণ করে দেবে যে মানুষ করোনাভাইরাসকে হারাতে পারে।” আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি-র (আইওসি) প্রধান থমাস বাক বলেন, “২৩ জুলাই থেকে অলিম্পিক্স শুরু না হওয়ার কোনও কারণ দেখছি না। টোকিয়োর অলিম্পিক্স স্টেডিয়ামেই শুরু হবে খেলা । কোনও অন্য পরিকল্পনা নেই।”
আরও পড়ুনঃ জয়ের মুখ দেখতে চায় রেনেডি, লোবেরা সমীহ করছে ইস্টবেঙ্গলকে
আসলে বিশ্বের সমস্ত ক্রীড়া টুর্নামেন্ট করোনা থেকে বাঁচতে পারে নি ।সেখানে এতোগুলো দেশের এতোগুলো খেলোয়াড়কে নিয়ম মেনে রাখা সত্যি কষ্ট সাধ্য কাজ। এখন দেখার আদৌ টোকিও অলিম্পিক হয় নাকি!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584