অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
যতই এই বছর টোকিও অলিম্পিক হওয়া নিয়ে গুজব ছড়াক না সেই বিষয়ে কিন্তু এখনও ঠিক নয় কারণ যেন তেন প্রকারে চলতি বছর জুলাই মাসে অলিম্পিক্স আয়োজন করতে মরিয়া জাপান সরকার।
তাই জুলাইয়ের আগে অংশগ্রহণকারী সমস্ত অ্যাথলিটকে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করছে তারা। সেই পরিকল্পনা অনুমোদিত হলে ভারতের পি ভি সিন্ধু, অমিত পাঙ্ঘালদেরও ভ্যাকসিন নিতে হবে। পাশাপাশি, অলিম্পিক্স বাতিলের জল্পনাকেও উড়িয়ে দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভ্যাকসিন দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি (আইওসি)। নিজের দেশ থেকে আথেলিটকরা টিকা নিয়ে আসবে না টোকিওতে গিয়ে নেবে সেটা পরে জানানো হবে।
আরও পড়ুনঃ এবছরও টোকিও অলিম্পিক হওয়া নিয়ে প্রশ্ন
জাপানের সরকার থেকে জানানো হয় যে, এদিকে অলিম্পিক্সকে বাতিল করবে আইওসি এই খবরের সত্য তাও অস্বীকার করা হয়। ফলে বিশ্বের সব চেয়ে বড় ক্রীড়া ইভেন্ট যে হচ্ছে সেটা বলাই যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584