তাজে সরকারি অনুষ্ঠানে টলি তারাদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক জল্পনা

0
96

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

সোমবার সন্ধ্যায় কলকাতা চিড়িয়াখানার কাছে তাজবেঙ্গল হোটেলে তারার মেলা। এদিন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী প্রকাশ জাভড়েকরের বৈঠকে টলিউড অভিনেতা-অভিনেত্রীদের ভিড়! নামী প্রযোজক-পরিচালক থেকে প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী, সকলকেই দেখা গিয়েছে সেখানে।

Prakash Javadekar | newsfront.co

NFDC | newsfront.co

সোমবার সন্ধ্যায় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক আয়োজিত এই অনুষ্ঠানের উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে রাজ্যজুড়ে। এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ও রূপা গাঙ্গুলির উপস্থিতি আরও জল্পনা বাড়িয়েছে।

Tolly Celeb | newsfront.co

নিউ আলিপুর চত্বরের বিলাসবহুল এই হোটেলের সামনে টলিউডের তারকাদের গাড়ি যাতায়াত করতে দেখা যায় এদিন বিকেল থেকেই। ‘দ্য ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া’ (এনএফডিসি)-র সঙ্গে যৌথভাবে এই বৈঠকের ব্যবস্থা করা হয়েছে।

Taj Bengal hotel | newsfront.co

অভিনেতা ও চিত্র প্রযোজকদের মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সঞ্জয় নাগ, মহেন্দ্র সোনি, ঋতুপর্ণা সেনগুপ্ত, গৌতম ঘোষ, মমতাশঙ্কর, পাওলি দাম, তনুশ্রী চক্রবর্তীর মতো বিশিষ্টজনেদের নাম ছিল নিমন্ত্রিতের তালিকায়। সূত্রের খবর, আরও অনেকের কাছেই আমন্ত্রণ গিয়েছে। সে সব নাম পরে জানা যাবে।

Srijit | newsfront.co

এনএফডিসি সূত্রের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, এই বৈঠকের উদ্দেশ্য সম্ভবত রাজনৈতিক। তবে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বলেছেন, “সিনেমা সংক্রান্ত নিছক আলোচনার জন্যই এই সমাবেশ। এর মধ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই মিঠুন চক্রবর্তী, অরিন্দম শীল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করা হয়েছিল। এর মধ্যে কোনও রাজনৈতিক গন্ধ না খোঁজাই ভাল।“

Rudraneel | newsfront.co

কিন্তু কী আলোচনা হল বৈঠকে? অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘বিজেপি-তে যোগ দেওয়ার জন্য এখানে আসিনি। এসেছি সিনেমার জন্য।“

আরও পড়ুনঃ বাংলায় দেশভক্তির পরিবর্তে ভোটব্যাঙ্কের রাজনীতি চলছেঃ মোদী

Ministers | newsfront.co

Babul Supriyo | newsfront.co

অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর বক্তব্য, “তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে চলচ্চিত্র জগতের কাছে আমন্ত্রণ এসেছিল। নিছক আলাপচারিতার জন্যই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।“

আরও পড়ুনঃ দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মরণোত্তর পুরস্কার সুশান্তকে

Director | newsfront.co

Film Director | newsfront.co

রাজনৈতিক মহলের অভিমত, এই সমস্ত তারকারা বিজেপিতে যোগ না দিলেও ক্রমশ বিজেপি ঘনিষ্ঠ হয়ে উঠছেন, এবিষয়ে কোনও দ্বিমত নেই। বিজেপিও বাংলার ক্ষমতা দখলের লক্ষ্য স্থির রেখে এগোনোর জন্য সমস্ত দিক দিয়েই তার ঘুঁটি সাজাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here