ঘৃণাত্মক টুইট শিল্পীদের, নিরস্ত্রদের উপর সশস্ত্রদের হামলায় গর্জে উঠল টলিউড

0
45

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

রবিবার রাতে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র গুন্ডাদের শিক্ষার্থী ও অধ্যাপকদের উপর অকথ্য অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠল টলিপাড়া।

jnu violence | newsfront.co
চিত্র সৌজন্যঃ নিউ স্ট্রেটস টাইমস

অপর্ণা সেন, আবির চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখার্জী থেকে পরিচালক সৃজিত মুখার্জী, প্রতিম ডি গুপ্তা, সৌকর্য ঘোষাল টুইট করে তাদের হিংসা উগড়ে দিয়েছেন এই চরম অরাজকতার বিরুদ্ধে।

অপর্ণা সেন লিখেছেন, কারা এই মুখোশধারী গুণ্ডারা? তারা এবিভিপি নাকি আরএসএস-র সমর্থনে এই অরাজকতা চালাচ্ছে? এর পরেও প্রশ্ন থেকে যায়, তারা কিভাবে অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করল?

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী লিখেছেন, কোনওভাবেই এটিকে দুর্ঘটনা বলা যায় না। এটা পরিকল্পিত একটি উগ্রপন্থী হামলা। ‘টেরোরিজম’ একেই বলে।

আরও পড়ুনঃ জেএনইউ কাণ্ডে আটক চার, উপাচার্যকে তোপ শিক্ষার্থীদের

অন্যদিকে আবির চট্টোপাধ্যায় লিখেছেন, “এদেশের বুকে আঠারো নেমে আসুক।” পরিচালক সৌকর্য ঘোষাল একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, এর পরেও জনসাধারণ যদি চুপ থাকে, তাহলে ধরে নিতে হবে তারা অত্যাচারীদের কর্মকান্ডকে সমর্থনই জানাচ্ছেন।

আরও পড়ুনঃ ডোমকলে এনআরসি-র তথ্য সংগ্রহকারী সন্দেহে লাঞ্ছিত মহিলা

রবিবার রাতে দিল্লির জেএনইউ ক্যাম্পাসে মুখোশধারী এবিভিপি-র কিছু সশস্ত্র গুণ্ডা এসে শিক্ষার্থী ও অধ্যাপকদের উপর হামলা চালায়।

এমনকী মহিলা হোস্টেলে ঢুকে মাথা ফাটিয়ে দেয় জেএনইউএসইউ সভাপতি ঐশী ঘোষের। ক্যাম্পাসের গেটের বাইরে পুলিশ নিষ্ক্রিয় থাকে। পরিস্থিতি সামলানোর কোনও চেষ্টাই করে না। অভিযোগ, উর্দিবিহীন কিছু পুলিশ অন্যায়ভাবে ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলাও চালায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here