স্কুল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত অবৈজ্ঞানিক, ক্যাম্পেনে সোচ্চার ডাক্তার, বিজ্ঞানী, শিক্ষক

0
140

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

দেশের খ্যাতনামা বিজ্ঞানী ও চিকিৎসকদের একাংশ এবার সোচ্চার হলেন করোনা অতিমারির কারণে দীর্ঘদিন যাবত স্কুল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে। তাঁরা দাবি করেছেন করোনা ভাইরাস জনিত অতিমারি রুখতে সরকার যত রকম অবৈজ্ঞানিক সিদ্ধান্ত নিয়েছে তার ফলে শিশুরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে অতটা ক্ষতি তাদের করোনা ভাইরাসও করেনি। প্রায় দুই বছর ধরে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর শিশুদের স্কুল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধেই মূলত অভিযোগ তুলেছেন তাঁরা। এ বিষয়ে একাধিক রাজ্যের উদাহরণ টেনে তাঁরা বলছেন, এর ফলে শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর যে বিরূপ প্রভাব পড়েছে তার কোন মূল্যায়নই করা হয়নি এ পর্যন্ত।

Primary school
প্রতীকী ছবি

ইতিমধ্যে, আইআইটি মুম্বাইয়ের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ভাস্করন রমন, “Happy 2022, Happy For Kids Too,” শীর্ষক একটি অনলাইন ক্যাম্পেন শুরু করেছেন এই বিষয় নিয়ে। উল্লেখ্য, এই ক্যাম্পেনে অংশগ্রহণ করেছেন বেশ কিছু শীর্ষস্থানীয় বিজ্ঞানী, চিকিৎসক, মহামারী বিশেষজ্ঞ, অভিভাবক, শিক্ষক, শিক্ষাবিদ এবং সাধারণ নাগরিকেরা। উপযুক্ত তথ্য-প্রমাণ ও পরিসংখ্যান দিয়ে এই ক্যাম্পেনের মাধ্যমে তাঁরা তাঁদের যুক্তি তুলে ধরেছেন। তাতে দেখা গিয়েছে করোনা অতিমারির দুটি ঢেউ-এ শিশুদের হাসপাতালে ভর্তি হওয়া ও শিশু মৃত্যুর সংখ্যা খুবই নগণ্য।

আরও পড়ুনঃ ডিসেম্বর মাসে দেশে বেকারত্বের হার সর্বোচ্চ, CMIE বলছে কর্মসংস্থানে সম্পূর্ণ ব্যর্থ অর্থনীতি

ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজির বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ডঃ জয়প্রকাশ মালিয়াল সহ এই ক্যাম্পেনে অংশ নিয়েছেন ডাঃ অমিতাভ ব্যানার্জী (প্রধান, কমিউনিটি মেডিসিন বিভাগ, ডাঃ ডিওয়াই পাতিল মেডিকেল কলেজ, পুনে), ডাঃ অরবিন্দ সিং কুশওয়া-র (কমিউনিটি মেডিসিন বিভাগ, AIIMS, নাগপুর) এছাড়া আরো বহু প্রখ্যাত চিকিৎসক। তাঁদের প্রধান আহ্বান হল অবিলম্বে সমস্ত স্কুল সহ শিশুদের স্বাভাবিক জীবনযাত্রা পুনরায় চালু করা হোক।

আরও পড়ুনঃ বিতর্কের জেরে স্বাস্থ্য দপ্তর প্রত্যাহার করল মোলনুপিরাভির ও মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপির অনুমতি

অধ্যাপক রমন বলেন, শিশুদের শিক্ষার অধিকার তাদের সাংবিধানিক অধিকার। তাই আগামী ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবস পর্যন্ত তিনি এই ক্যাম্পেন চালিয়ে যাবেন। শিশুদের স্বাভাবিক শৈশব এবং শিক্ষার জন্মগত অধিকার নিশ্চিত করার দাবীতে তিনি সকলকেই ‘চেইন-ফর-চিলড্রেনস-চিয়ারে’ যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন পাশাপাশি আরও বিস্তারিত জানার জন্য happy22kids.org ওয়েবসাইট টি দেখার অনুরোধ জানিয়েছেন।

তথ্যসূত্রঃ Outlook India

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here