জলঙ্গী থানার চেষ্টায় উদ্ধার নির্যাতিত গৃহবধূ

0
244

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

নির্যাতিতা এক গৃহবধূ সার্জিনা বিবি স্থায়ী সমাধানের আর্জি জানিয়ে অভিযোগ দায়ের করেন জলঙ্গি থানায়। গত আট বছর আগে ডোমকল থানার গড়াইমারী রাজাপুর গ্রামের সার্জিনা বিবির সঙ্গে বিয়ে হয় জলঙ্গী থানার সাদিখানদেয়ার তিনগাছতলা গ্রামের আক্তারুল শেখের সাথে। আট বছর সংসার জীবনে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়।

sarjina bibi | newsfront.co
নির্যাতিতা গৃহবধূ সার্জিনা বিবি। নিজস্ব চিত্র

সার্জিনা বিবির অভিযোগ, স্বামী আক্তারুল শেখ দ্বিতীয় বিয়ে করার পর থেকেই সংসার জীবনে নেমে আসে অশান্তি ও অত্যাচার। নির্মম অত্যাচারের ফলে আট বছর সংসার জীবনের মধ্যে তিনি তিন বছর বাপের বাড়িতেই থাকেন। এরপর নানান প্রতিশ্রুতি দিয়ে বাপের বাড়ি থেকে সার্জিনা বিবিকে নিয়ে আসা হয় স্বামীর সংসারে। তারপর ফের শুরু হয় অত্যাচার।

hasina bibi | newsfront.co
নির্যাতিতার মা। নিজস্ব চিত্র
injured man | newsfront.co
আহত ব্যাক্তি। নিজস্ব চিত্র

শুক্রবার ফের অত্যাচারের শিকার হয় ওই দম্পতি বাপের বাড়িতে খবর দেওয়া হলে বাপের বাড়ির লোকজন আসলে তাদেরকেও অশ্লীল ভাষায় গালাগাল এবং আক্রমণ করে। এরপর তারা জলঙ্গী থানার পুলিশ প্রশাসনকে ঘটনাটি জানালে, পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে। উদ্ধার হওয়া গৃহবধূ স্থায়ী সমাধানের আর্জি জানিয়ে জলঙ্গি প্রশাসনের দ্বারস্থ হন। এবং সুবিচার পাইয়ে দেবার আবেদন জানান।

আরও পড়ুনঃ প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি রেজিনগরে

পুরো বিষয় নিয়ে অভিযুক্ত সার্জিনা বিবির স্বামী আক্তারুল শেখের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি ক্যামেরার সামনে আসতে চাননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here