নিরাপত্তার কারণে অর্জুন সিং-এর বাড়ির এলাকা জুড়ে ১৬৫ টি সিসি ক্যামেরা

0
49

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

গত বুধবার বিজেপি সাংসদ অর্জুন সিং-এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। জগদ্দল থানা এলাকা জুড়ে মোট ১৬৫ টি সিসি ক্যামেরা লাগানো হবে থানার পক্ষ থেকে, তার মধ্যে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে সাংসদের বাড়ির এলাকায়। শুধু অর্জুন সিং-এর বাড়ির সামনের রাস্তা জুড়েই লাগানো হল ২০টি ক্যামেরা। বাড়ানো হচ্ছে সাংসদের বাড়ির চারপাশের নিরাপত্তাও।

Arjun Singh
সৌজন্যেঃ এএনআই

এই সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু করা হয়েছে শনিবার থেকে। পুলিশের দাবি দুষ্কৃতীদের চিহ্নিত করতে সাহায্য় করবে এই ক্যামেরাগুলি। যদিও অর্জুন সিং-এর পুত্র তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের দাবি, এ কাজ আরও আগে করা উচিত ছিল। তিনি বলেন, অনেক সময়ই দেখা যায় গণ্ডগোলের সময় থানার ক্যামেরা কাজ করে না। সেদিকেও নজর রাখা উচিত।

আরও পড়ুনঃ ইস্তফা দিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি, উত্তরসূরি বাছতে বিজেপির বৈঠক রবিবার

উল্লেখ্য, সাংসদ অর্জুন সিং ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। বুধবার সকালে সিআইএসএফের পাহারার মধ্যেই সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনার অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে খবর, অর্জুন সিংয়ের বাড়িতে সেদিন পরপর ২-৩ টি বোমা ছোড়া হয়। সিআইএসএফ জওয়ানদের সামনেই বোমা মেরে পালিয়ে যায় দুষ্কৃতিরা। এদিনের ঘটনায় এনআইএ তদন্ত দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here