মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
দফতরের হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত দিল্লি পুলিশের মোট ২৫০ কর্মী করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন। দিল্লি পুলিশে করোনা আক্রান্ত কর্মীদের আর্থিক সাহায্য এক লাখ থেকে কমিয়ে দশ হাজার করা হল।
অন্যদিকে, মৃত পুলিশকর্মীর পরিবারকে দেওয়া ক্ষতিপূরণ অর্থ ৭ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ করা হয়েছে। গত ৫ মে মারা যান উত্তর-পশ্চিম দিল্লির ভারত নগর থানায় কর্মরত বছর একত্রিশের এক কনস্টেবল। কর্তব্যরত অবস্থায় করোনা সংক্রমিত পুলিশকর্মীর সংখ্যা ক্রমশ বাড়ছে দিল্লি পুলিশে।
আরও পড়ুনঃ না হয় আমার মুণ্ডু কেটে নিন- বিক্ষোভে বিরক্ত মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া
শুক্রবার বাহিনীর তরফে এক শীর্ষস্থানীয় আধিকারিক জানিয়েছেন, ‘সম্প্রতি এক বৈঠকে ঠিক হয়েছে, এত বেশি সংখ্যক পুলিশকর্মী সংক্রমিত হচ্ছেন বলে এই সমস্ত ক্ষেত্রে সাহায্যের অর্থ সমান ভাবে কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এই কারণে অনুদান অর্থের পরিমাণ একলাখ টাকা থেকে কমিয়ে দশ হাজার করা হয়েছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584