ব্যারিকেডে ভাড়া পাচ্ছে না, তুফানগঞ্জে আন্দোলনে টোটো চালকরা

0
50

মনিরুল হক, কোচবিহারঃ

শহরের বহু রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখায় ভাড়া মিলছে না টোটো চালকদের। আর তাই নিরুপায় হয়ে বিক্ষোভ দেখালেন টোটো চালকরা। আজ তুফানগঞ্জ শহরের আলিপুরদুয়ার রোডের নববিচিত্রা ক্লাব সংলগ্ন এলাকায় টোটো চালকদের ওই বিক্ষোভ হয়।

people | newsfront.co
বিক্ষোভে সামিল টোটো চালকরা ৷ নিজস্ব চিত্র

সেখান থেকে তাঁদের মহকুমা শাসকের দফতরে গিয়ে সমস্যা মেটানোর জন্য উদ্যোগ নেওয়ার আবেদন জানাতে যাওয়ার কথাও রয়েছে।বিক্ষোভে সামিল টোটো চালক সুব্রত সূত্রধর বলেন, “তুফানগঞ্জ শহরের বেশিরভাগ রাস্তায় ব্যারিকেড দেওয়া, কোথাও যাত্রী বা কোন পণ্য নিয়ে যাওয়া যাচ্ছে না।

toto | newsfront.co
নিজস্ব চিত্র

ফলে আমাদের ভাড়া হচ্ছে না। এই অবস্থায় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় আমাদের পথে বসার পরিস্থিতি হয়েছে। তাই এখানে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মহকুমা শাসকের কাছে গিয়ে এর একটা দ্রুত সুরাহা করার দাবি জানানো হবে।”

আরও পড়ুনঃ লালগড়ে শবর মহিলাকে গণধর্ষণের অভিযোগে ধৃত ২ বিজেপি কর্মী

টোটো চালকদের অনেকেই দাবি করে জানান, সরকারি ভাবে কনটেইনমেন্ট জোন শুধুমাত্র আক্রান্তের বাড়ি ও সংলগ্ন কিছু বাড়ি নিয়ে করার নিয়ম করেছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও তুফানগঞ্জ শহরে কোন আক্রান্তের এলাকার গলির রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। যা অন্য অনেক শহরে নেই। এর ফলেই ভাড়া মিলছে না টোটো চালকদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here