নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
মাক্স ব্যবহার এখন জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। মাক্স ছাড়া যেমন মদের দোকানে মদ কেনা বন্ধ হয়েছে, তেমনই নিত্য প্রয়োজনীয় জিনিস, এমনকি বাজারে গেলেও মাক্স পড়তে হচ্ছে ত্রেতাদের।
ব্যবসায়ীরা মাক্স ছাড়া কোন ক্রেতাকে জিনিস দিচ্ছেন না। এবার টোটোতেও মাক্স পড়া বাধ্যতামুলক করা হয়েছে। টোটোচালকরা টোটোর সামনে লিখে দিয়েছেন, ‘মাক্স ছাড়া তাঁরা টোটোতে যাত্রী তুলবেন না।’
এর পিছনে রয়েছে বিজেপির মজুর সংগঠন। উত্তর দিনাজপুর জেলার বিজেপির মজুর সংগঠনের পক্ষ থেকে পোস্টার লাগানো হয়েছে।
আরও পড়ুনঃ বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মন্ত্রী
উদ্যোগকে দলমত নির্বিশেষে স্বাগত জানিয়েছেন টোটো চালকেরা। শহরের প্রতিটি টোটোর মধ্যে এই পোস্টার লাগানো হবে বলে জানান ভারতীয় মজুর সংগঠনের জেলা সম্পাদক নারায়ণ চন্দ দাস। রায়গঞ্জ শহরে প্রায় দেড় হাজার টোটো চলে।
রাজ্য সরকার থেকে বাস, অটো, ট্রেকার ও টোটোতে ছাড় দিয়ে পথে নামানো হয়েছে। সরকারি নির্দেশ আসার পরই টোটো চলা শুরু হয়েছে শহরের রাস্তায়। যাত্রী সচেতনতায় আজ কোর্ট মোড় এলাকায় পথ চলতি টোটো থামিয়ে তাতে পোস্টার লাগানো হয়।
টোটো চালকরা জানান, ‘কিছু কিছু যাত্রী মাস্ক ছাড়াই গাড়িতে উঠছেন। তাঁরা আমাদের কথা শুনছেন না। এবার পোস্টার লাগানোর ফলে যাত্রীরা মাস্ক ছাড়া উঠবে না আশা করছি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584