ধাত্রীগ্রামে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে

0
33

শ্যামল রায়, কালনাঃ

ধাত্রীগ্রামে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল টোটো চালকের বিরুদ্ধে। বুধবার কালনা থানায় ওই টোটো চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে বাবা লক্ষীরাম হাঁসদা। ঘটনাটি ঘটেছে ধাত্রীগ্রাম বাধাড়গাছি গ্রামে।

girl | newsfront.co
প্রতীকী চিত্র

বাবার অভিযোগ যে, তার কন্যা মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ ধাত্রীগ্রামের এক দোকান থেকে বাড়ি ফিরছিল টোটোয় চেপে। টোটোচালক বাড়িতে ঐ বালিকাকে পৌঁছে না দিয়ে সে একটি মাঠের মধ্যে নিয়ে যেতে থাকে ৷ সেই সময় মেয়েটি চিৎকার- চেঁচামেচি করায় মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেয়।

আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার শিলিগুড়িতে

ফের আবার রাতের দিকে ওই টোটো চালক ওই মেয়েটির বাড়িতে এসে তাকে বারান্দায় দেখতে পায় ৷ বাড়িতে সে সময় কেউ উপস্থিত ছিল না। সেই সুযোগে টোটো চালক জোরপূর্বক ওই মেয়েটিকে জড়িয়ে ধরে এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ করাহয় ।

হঠাৎ আচমকা এই ঘটনায় মেয়েটির চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসেন৷ তবে তার আগেই ওই টোটো চালক এলাকা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে কালনা থানার পুলিশ জানিয়েছে, আমরা অভিযোগ পেয়েছি৷ দ্রুত ওই টোটো চালক কে গ্রেফতার করা হবে। এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here