শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
আরও একবার সাফল্যের নজির গড়ল বালুরঘাট থানা। বাংলাদেশী নাগরিক বাংলাদেশের দিনাজপুর জেলার কোতোয়ালীর বাসিন্দা মৌসুমাত ফারানা তার দাদার চিকিৎসা করাতে বৈধ কাগজ সঙ্গে নিয়ে এ দেশে আসেন গত ২২ তারিখে।
তারা চেন্নাইয়ে চিকিৎসা করাতে এসেছে সেদিনই তার ট্রেন ছিল বালুরঘাট থেকে কিন্তু ২৩ তারিখ বালুরঘাটে ভোট থাকায় রাস্তায় তেমন গাড়ি ছিলো না।তাই তারা হিলি সীমান্ত থেকে টোটো নিয়েই বালুরঘাট স্টেশনের উদ্দেশ্যে রওনা হন।সেই সময় টোটোর চালক প্রদীপ রবিদাস বালুরঘাটের বোয়ালদার অঞ্চলে নিয়ে গিয়ে তাদের পাসপোর্ট,মোবাইল, টাকা সহ সর্বস্ব লুঠ করে নিয়ে পালায়।এরপর ফাঁক মাঠের মাঝেই মৌসুমাত ফারানা তার দাদা সাহায্য চেয়ে চিৎকার শুরু করেন ভাগ্যবশত সেই সময় ফায়ার ব্রিগেড কর্মী নিহার সাহা সেই জায়গা দিয়ে যাওয়ার সময় আক্রান্তদের আওয়াজ শুনতে পেয়ে সাহায্যে এগিয়ে আসেন।
এবং তাদের উদ্ধার করেন,
পুলিশে অভিযোগ জানাতে সাহায্য করেন।এরপর মৌসুমাত ফারানা ও তার দাদা পুলিশের কাছে অজ্ঞাত পরিচয় ওই চালকের নামে অভিযোগ দায়ার করেন। গতকাল ছিল বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট। ভোটপর্ব মিটতেই চিকিৎসা করাতে আসা এই বিদেশীদের সুবিচারের জন্য অতি দ্রুততার সাথে দক্ষিণ দিনাজপুর পুলিশ প্রশাসনের লাগানো বিভিন্ন সিসিটিভির সাহায্য নিয়ে একদিনের মধ্যে অভিযুক্ত পশ্চিম রায়নগরের বাসিন্দা প্রদীপ রবিদাসকে বমাল সহ গ্রেফতার করে।
আরও পড়ুনঃ বিজেপি প্রার্থীর উপর আক্রমণের অভিযোগ,তৃণমূলের বিরুদ্ধে
আগে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ প্রশাসন তাদের দক্ষতার পরিচয় দিলেও আবারও তাদের দক্ষতা প্রমাণ করল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584