মনিরুল হক, কোচবিহারঃ
লকডাউনের প্যাঁচে পড়ে দুবেলার খোরাক জোগাতে হিমশিম খেতে হচ্ছে। তার উপর রোজগার করার একমাত্র অবলম্বন সেটাও চুরি হয়ে যাওয়ায় কার্যত দিশাহীন অবস্থা মাথাভাঙার এক টোটো চালকের।
গতকাল রাতে মাথাভাঙা ১ নম্বর ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকার বাসিন্দা দীপক বর্মণের রোজগার করার একমাত্র অবলম্বন টোটো গাড়ি চুরি হয়েছে। শুধু ওই টোটো গাড়ি নয়, গত কয়েকদিনে মাথাভাঙা থানা এলাকায় মন্দিরের দান বাক্স, কৃষি জমির ফসল চুরি হওয়ার ঘটনাও ঘটেছে।
স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক ধারনা, করোনা ভাইরাস ঠেকাতে দেশ জুড়ে যে লকডাউন শুরু হয়েছে, তাতে রোজগার বন্ধ হয়ে যাওয়ায় চুরি পথ বেছে নিয়েছে কেউ কেউ। তার জেরেই একের পর এক চুরির ঘটনা ঘটেছে মাথাভাঙায়।
আরও পড়ুনঃ দুই বোনকে খুন করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ মানিকচকে
টোটো চালক দীপক দেবনাথ জানান, বাড়ির ভেতরে ঢোকার গেট বন্ধ থাকা স্বত্বেও উপর দিয়ে ওঠে ঘরের দরজা গুলো বাইরে দিয়ে ছিটকানি লাগিয়ে দেয় ওই টোটো চোরের দল। তাই শেষ মুহূর্তে বুঝতে পারলেও তাঁদের পক্ষে চোরেদের আটকানো সম্ভব হয় নি।
দীপক বাবু বলেন, “লকডাউনের পর থেকে টোটো চালাতেই পারছি না। রাস্তায় বের হলেই পুলিশের তাড়া খেয়ে বাড়ি ফিরে আসতে হচ্ছে। ফলে এমনিতেই আর্থিক সংকটে ভুগছিলাম। এখন উপার্জন করার একমাত্র অবলম্বন টোটোটাও চুরি হয়ে গেল। লকডাউন উঠে যাওয়ার পরেও কি করে সংসার চালাবো, এখন সেই চিন্তায় কূলকিনারা পাচ্ছি না।”
স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কল্যাণী রায় বলেন, “এমনি লকডাউনে খাদ্য সংকটে রয়েছেন টোটো চালকরা, তার মধ্যে টোটো চুরির ঘটনা দুঃখজনক। আমরা ক্ষতিগ্রস্ত টোটো চালকের পাশে থাকার চেষ্টা করবো। আর পুলিশের কাছে অনুরোধ করবো যাতে দ্রুত তদন্ত করে দীপক বাবুর টোটো উদ্ধার করে দেয়।”
এদিকে ওই চুরির খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ দীপকের বাড়িতে এসে গোটা ঘটনা জেনে তদন্ত শুরু করেছে। মাথাভাঙা থানার আইসি প্রদীপ সরকার জানিয়েছেন, টোটো চুরির ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
এদিকে ফসল ও মন্দিরের দান বাক্স চুরির ঘটনার পর এবার টোটো চুরির ঘটনা ঘটায় উদ্বিগ্ন মাথাভাঙার মানুষ। ইতিমধ্যেই চুরির ঘটনা ঠেকাতে বিভিন্ন মহল থেকে পুলিশি টহলদারি জোরদার করার দাবি জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584