নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
শনিবার আশিঘর মোড়ের জয়কান্ত স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের শংসাপত্র প্রদান ও মানবিক প্রকল্পের অন্তর্ভুক্তিকরনের শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী গৌতম দেবে বলেন যে, “রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি মানবিক প্রকল্প হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের রাজ্য সরকার সাহায্য করতে চায়। সেই জন্য বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের চিহ্নিত করণ করে তাদের মানসিক বা শারীরিক অসুবিধা থাকলে তার সার্টিফিকেট স্বাস্থ্যদফতর থেকে দেয়।
আরও পড়ুনঃ ভারত-পাকিস্তানের মধ্যে পারমানবিক স্থাপনার তালিকা বিনিময়
তারা যাতে সহজেই সেই সুবিধাগুলি পায় তাই এই শিবিরের আয়োজন।” এর পাশাপাশি তিনি আরও বলেন যে, এদিনের শিবিরে প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন পরিবারকে ১২ কেজি করে চাল দেওয়া হচ্ছে এবং পাঁচ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে ট্রাইসাইকেল তুলে দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584