নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বেলা বাড়তেই দীঘার সমুদ্র সৈকতে উপচে পড়ল ভিড়। বেলা যত বাড়ছে ততই পর্যটকের সংখ্যা বাড়ছে। দীঘার সমস্ত ঘাটে পর্যটকদের ভিড় উপচে পড়েছে এমনই ছবি ধরা পড়ল নিউজ ফ্রন্টের ক্যামেরায়। দীঘার অমরাবতী পার্কে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতন।
সকাল থেকে ইলেকট্রনিক রোপ, বোর্ডিং এবং পার্কের ভিতর ভিড় ছিল ভীষণ ভাবে। কেউ সেলফি তুলতে ব্যস্ত আবার কেউ সমুদ্র সৈকতের মজা নেয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। এই সম্বন্ধে এক পর্যটক বলেন, “দীর্ঘ মহামারীর কারণে বাড়ি থেকে বেরোতে পাড়েনি কোন মানুষ, অবশেষে লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর ধীরে ধীরে শুরু হতে চলেছে স্বাভাবিক জীবনযাত্রা, তাই গত ৮ মাসের একগুঁয়েমি কাটাতে কার্যত বাড়ির বাইরে বেরিয়েছে এলাকার মানুষ থেকে শুরু করে পর্যটকরা।
আরও পড়ুনঃ নতুন বছরকে স্বাগত জানাতে লাল বাঁধে ২০২১ বার ডুব সদানন্দের
আরও পড়ুনঃ নতুন বছরে উপহার ! ট্রামে মিলবে ফ্রি ওয়াই-ফাই
তবে সবার স্বাভাবিক জীবনযাত্রা তৈরি হলেও সমুদ্রসৈকতে থাকা ফটোগ্রাফারদের রুজি রোজগার খারাপের দিকে যাচ্ছে। কারণ স্মার্ট ফোনের দৌলতে সেলফি থেকে শুরু করে ফটো তোলা সবই হচ্ছে মুঠোর মধ্যে। যার কারণে বাজার মন্দা যাচ্ছে ফটোগ্রাফারদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584