নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
রাস্তার দু’পাশে গজিয়ে উঠেছে অগুণতি আগাছা, তাও আবার বিষাক্ত৷ এই বিষাক্ত আগাছার নাম পার্থেনিয়াম৷ উদ্ভিদ বিজ্ঞানীদের মতে, বিষাক্ত এই পার্থেনিয়ামের মূল উৎপত্তি স্থল মেক্সিকো। পরবর্ত্তী সময়ে সেখান থেকে বিষাক্ত এই আগাছা বিভিন্ন দেশ ঘুরে আমাদের দেশেও ঢুকে পড়েছে।
বিষাক্ত এই ‘পার্থেনিয়াম মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে’ এদিন ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঝাড়গ্রাম পুরসভার ১৮ নং ওয়ার্ডের রাজকলেজ কলোনিতে বিষাক্ত পার্থেনিয়াম নিধন অভিযান উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী প্রশান্ত রায় (ফুল্টা দা), ১৭ ওয়ার্ড কনভেনার উত্তম দত্ত, জেলা কমিটির মেম্বার শ্রী শ্যামল দে ও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেত্রী বৃন্দ।
আরও পড়ুনঃ শারদোৎসব উপলক্ষ্যে শিশুদের নতুন পোশাক বিতরণ
শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত রায় বলেন আগামী দিনেও এইভাবে শহরের প্রতিটি ওয়ার্ডে বিষাক্ত পর্থেনিয়াম নষ্টের কাজ চলবে।যার ফলে খুশি ঝাড়গ্রাম পুরসভার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584