তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারলো একটি বালিবোঝাই ট্রাক্টর। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কান্দি সালার রাজ্য সড়কে ভরতপুর থানার আঙ্গারপুর বাস ট্যান্ড মোড়ের কাছে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সামান্য আহত হলে, তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে কান্দি সালার রাজ্য সড়কে। পরে ভরতপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টরকে জেসিবি দিয়ে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভরতপুর থেকে কান্দির দিকে যাচ্ছিল একজন বাইক আরোহী, রাস্তায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরের সামনে চলে আসে সে। উল্টো দিক থেকে আসা বালি বোঝাই ট্রাক্টরটি।
এরপর বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি উদ্ধার করে নিয়ে গেছে ভরতপুর থানার পুলিশ। তবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই।
আরও পড়ুনঃ গহিরা গ্রামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584