নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
গোপীবল্লভপুরে কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরোধীতায় এবং বিক্ষোভরত কৃষকদের সমর্থনে ১০৪ টি বুথের ১০৪ টি ট্রাক্টর নিয়ে ৫০ কিলোমিটার পথ মিছিল করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের ছাচিনাশোল থেকে ট্রাক্টর মিছিল শুরু হয়ে গোপীবল্লভপুর বাজার হয়ে ওড়িশা ও ঝাড়খন্ড বোর্ডের হাতিবাড়ি পর্যন্ত এই বিশাল ট্রাক্টর মিছিল যায়।
ট্রাক্টর মিছিল হাতিবাড়ি থেকে পুনরায় ফেরার পথে গোপীবল্লভপুরে কৃষি বিলের বিরোধিতায় সভাও করে।এদিনের কৃষি বিল বিরোধী ট্রাক্টর মিছিলে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল মূর্মু , ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত, গৌতম বারিক তৃণমূল কিষাণ ও ক্ষেতমজুর সংগঠনের ব্লক সভাপতি-সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব।
এদিনের মিছিলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় গোপীবল্লভপুরের কৃষকরা কৃষি বিলের বিরোধিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে । প্রায় সাত হাজার লোক এই ট্রাক্টর মিছিলে অংশগ্রহণ করে। সাতমা গ্রামপঞ্চায়েত, আমারদহ গ্রামপঞ্চায়েত, সাশরা গ্রামপঞ্চায়েত, সারিয়া গ্রামপঞ্চায়েত, গোপিবল্লভপুর গ্রামপঞ্চায়েতের থেকে ১০৪ টি বুথ থেকে ১০৪ টি ট্রাক্টর মিছিলে যোগদেন।
আরও পড়ুনঃ আমাদের ভবিষ্যৎ কোথায়..? অভিনব প্রতিবাদে প্রশ্ন মেদিনীপুর পুরসভার অস্থায়ী কর্মীদের
মিছিল থেকে শ্লোগান উঠে বিজেপি হাটাও দেশ বাঁচাও কৃষি বিল বাতিল করো।মিছিলে যোগ দেওয়া গোপীবল্লভপুর এর কৃষক নভেন্দু পৈড়া, সুজিত দন্ডপাট বলেন, নতুন কৃষি বিলে সরকার ভর্তুকি তুলে দিয়েছে এবং এই বিলের দরুন আমাদের নিজস্বতা হারিয়ে যাবে এই বিল অবিলম্বে বাতিল করা হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584