কৃষি আইনের বিরোধীতায় গড়বেতায় ট্রাক্টর মিছিল

0
56

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের দু’নম্বর করসা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক ট্রাক্টর মিছিলের আয়োজন করা হয় ৷

tractor rally | newsfront.co
ট্রাক্টর মিছিল ৷ নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এইদিন শতাধিক ট্রাক্টর এই মিছিলে অংশগ্রহণ করে, এই দিন এই প্রতিবাদ মিছিল গোটা করসা অঞ্চল প্রদক্ষিণ করে অবশেষে পথ সভার মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয় ৷ এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, ব্লক তৃণমূল নেতৃত্ব সহ এক ঝাঁক অঞ্চল তৃণমূল নেতৃত্ব ৷

আরও পড়ুনঃ আদিবাসী সংগঠনের রেল অবরোধ

এই দিন এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা ৷তিনি বলেন কেন্দ্রের কৃষি আইনের ফলে পথে নামতে চলেছে রাজ্যের কৃষকরা, তাই অবিলম্বে কেন্দ্রকে এই আইন বাতিল করতে হবে,পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের স্বার্থে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে সেই সম্পর্কে সুর শোনা গেল জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরার গলায় ৷

পাশাপাশি তিনি আরও বলেন, এই আইন যদি কেন্দ্র বাতিল না করে আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here